হামলার চেষ্টা ব্যর্থ করেছে আইআরজিসি: এক সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/iran-i89318-হামলার_চেষ্টা_ব্যর্থ_করেছে_আইআরজিসি_এক_সন্ত্রাসী_নিহত
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের শুশ শহরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। আইআইরজিসি জানিয়েছে, নিহত ব্যক্তি কথিত আরব স্ট্রাগল মুভমেন্ট ফর দ্যা লিবারেশন অব আহওয়াজ নামের একটি সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৯, ২০২১ ১৫:০১ Asia/Dhaka
  • সন্ত্রাসী হামলার ব্যর্থ করে দিয়েছে আইআরজিসি’
    সন্ত্রাসী হামলার ব্যর্থ করে দিয়েছে আইআরজিসি’

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের শুশ শহরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। আইআইরজিসি জানিয়েছে, নিহত ব্যক্তি কথিত আরব স্ট্রাগল মুভমেন্ট ফর দ্যা লিবারেশন অব আহওয়াজ নামের একটি সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য। 

গতকাল (রোববার) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ওই সংগঠনের দুই অস্ত্রধারী শুশ শহরের সামরিক ও পুলিশ স্টেশনে গুলিবর্ষণ শুরু করে এবং তারা সেখানে ঢুকে পড়ার চেষ্টা করে। এ সময় আইআরজিসি হামলা প্রতিহত করে। দুপক্ষের সংঘর্ষে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়। 

আইআরজিসি ও পুলিশের অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় সন্ত্রাসীরা কালাশনিকভ রাইফেল ব্যবহার করে। সংঘর্ষের পর সেখান থেকে রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করা হয়।#

পার্সটুডে/এসআইবি/২৯