ইরানে আজ ইসলামী প্রজাতন্ত্র দিবস; রাজতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার দিন
(last modified Thu, 01 Apr 2021 10:38:11 GMT )
এপ্রিল ০১, ২০২১ ১৬:৩৮ Asia/Dhaka
  • ইরানে আজ ইসলামী প্রজাতন্ত্র দিবস; রাজতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার দিন

ইরানে আজ (বৃহস্পতিবার) যথাযোগ্য মর্যাদায় ইসলামী প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে।

১৯৭৯ সালের এই দিনে হযরত ইমাম খোমেনী (রহ) এর নেতৃত্বে ইসলামী বিপ্লবের বিজয়ের মাত্র দুই মাস পর গণভোটের মাধ্যমে ইরানের জনগণ ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে রায় দিয়েছিলেন।

জনগণ ইসলামী প্রজাতন্ত্র চায় কি না জানতে চেয়ে এই গণভোটের আয়োজন করা হয়। এতে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে ৯৮ দশমিক ২ শতাংশ ভোট পড়ে।

আর এই গণরায়ের মধ্য দিয়ে ইরানে মার্কিন মদদপুষ্ট রাজতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়া হয় এবং রাজতন্ত্রকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করা হয়। চার দশকেরও বেশি সময় পর আজও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি ইরানি জনগণের আনুগত্য অটুট রয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড ও অভিভাবক পরিষদসহ প্রায় সব জাতীয় প্রতিষ্ঠান বিবৃতি প্রকাশ করেছে। এসব বিবৃতিতে জাতীয় ঐক্য ও সংহতি ধরে রেখে বিপ্লবী লক্ষ্য ও আদর্শ বাস্তবায়ন অব্যাহত রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।#  

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ