ইরানের জানজন শহরের সুন্দর প্রকৃতি
https://parstoday.ir/bn/news/iran-i89596-ইরানের_জানজন_শহরের_সুন্দর_প্রকৃতি
প্রকৃতির সঙ্গে ইরানিদের সম্পর্ক নিবিড়। পাহাড়-পর্বতে, বনে জঙ্গলে, হ্রদে, সবুজ প্রান্তরে, ঝরনার পাশে সবখানেই প্রকৃতি প্রেমিদের ভিড় লেগে থাকে সবসময়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৪, ২০২১ ১৭:২০ Asia/Dhaka

প্রকৃতির সঙ্গে ইরানিদের সম্পর্ক নিবিড়। পাহাড়-পর্বতে, বনে জঙ্গলে, হ্রদে, সবুজ প্রান্তরে, ঝরনার পাশে সবখানেই প্রকৃতি প্রেমিদের ভিড় লেগে থাকে সবসময়।

কেবল তেহরানেই নয় সমগ্র ইরান জুড়েই একই অবস্থা বিরাজ করে। প্রকৃতিপ্রেমিরা ওই ঝরনার পাশে সময় কাটাতে কিংবা ওই ঝরনার পতনের শব্দ শুনতে ভীষণ পছন্দ করে। এখানে ইরানের জানজন শহরের সুন্দর প্রাকৃতিক নিদর্শনের একটি ভিডিও দেয়া হলো। #

পার্সটুডে/মো.আবুসাঈদ/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।