পরমাণু ক্ষেত্রে ১৩৩ সাফল্য উন্মোচন করবে ইরান
পরমাণু ক্ষেত্রে ১৩৩টি সাফল্য জনসমক্ষে উন্মোচন করবে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আগামী শুক্রবার জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি আজ (মঙ্গলবার) এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, পরমাণু শিল্পে অর্জিত ১৩৩ সাফল্য উন্মোচন করবেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। এছাড়া পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহিসহ পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
কামালভান্দি আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট রুহানি সেদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোয়ান্টাম, লেজার, নিউক্লিয়ার মেডিসিন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ বিভিন্ন ক্ষেত্রে ১২টি প্রকল্প উদ্বোধন করবেন।
ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র আরও বলেছেন, পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে। সেখানে পারমাণবিক ক্ষেত্রে গত এক বছরের নানা সাফল্য তুলে ধরা হবে।
তিনি বলেন,ইউরেনিয়াম সমৃদ্ধকরণ খাতে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আইআর -৯ সেন্ট্রিফিউজের মেকানিক্যাল পরীক্ষা। এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্ট্রিফিজউজ। এটি ইরানিরা নিজস্ব পদ্ধতিতে তৈরি করেছেন এবং তা ভালো কাজ করছে।
ইরানে ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাসের ২০ তারিখ জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হয়।#
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।