আটকে থাকা ইরানি অর্থ দ্রুত ছেড়ে দিন: সিউলকে ইরানি স্পিকার
(last modified Mon, 12 Apr 2021 18:02:01 GMT )
এপ্রিল ১৩, ২০২১ ০০:০২ Asia/Dhaka
  • আটকে থাকা ইরানি অর্থ দ্রুত ছেড়ে দিন: সিউলকে ইরানি স্পিকার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জতীয় সংসদের স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, দক্ষিণ কোরিয়ার ব্যাংকে ইরানের যে অর্থ আটকে রয়েছে তা দ্রুত মুক্তির ব্যবস্থা করবে সিউল। ইরান সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং সিয়ে-কিয়ুনের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় বাকের কলিবফ বলেন, “দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর তেহরান সফরের কারণে আমরা খুবই খুশি। এক সময় ইরানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার উঁচু মাত্রার অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক থাকলেও দুর্ভাগ্যজনকভাবে এখন তা আর নেই।”  

বাকের কলিবফ আশা করেন, এই বৈঠকের পর ইরান ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীতে দু দেশের মধ্যে আবার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা শুরু হবে।  

বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং সিয়ে-কিয়ুন বলেন, দু দেশের মধ্যকার সম্পর্ক ঐতিহাসিক। কিন্তু দুর্ভাগ্যনকভাবে ২০১৮ সাল থেকে এই সম্পর্ক কমে গেছে। দক্ষিণ কোরিয়া এই সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে।#

পার্সটুডে/এসআইবি/১২