আন্তরিকতা দেখাতে আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i90330-আন্তরিকতা_দেখাতে_আমেরিকাকে_নিষেধাজ্ঞা_প্রত্যাহার_করতে_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার প্রশ্নে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে আলোচনা চলছে তাতে ওয়াশিংটনের আন্তরিকতা প্রমাণের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারে কতগুলো পদক্ষেপ নিতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৮, ২০২১ ২০:৫৪ Asia/Dhaka
  • কাজেম গরিবাবাদী
    কাজেম গরিবাবাদী

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার প্রশ্নে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে আলোচনা চলছে তাতে ওয়াশিংটনের আন্তরিকতা প্রমাণের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারে কতগুলো পদক্ষেপ নিতে হবে।

ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত ইরানের স্থায়ী রাষ্ট্রদূত কাজেম গরিবাবাদী একথা বলেছেন।  

তিনি বলেন, ভিয়েনায় এ পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছ চেহারা সবার সামনে পরিষ্কার হয়েছে। এখন আমেরিকা পরমাণু সমোঝোতায় ফেরার ব্যাপারে কতটা আন্তরিক তা প্রমাণ করার জন্য ইরান-বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারে কতগুলো পদক্ষেপ নিতে হবে। এতে বোঝা যাবে আমেরিকা তাদের কথার ব্যাপারে কতটা আন্তরিক।

গরিবাবাদী বলেন, ভিয়েনায় যে আলোচনা চলছে তাতে ইরানের আলোচকরা সর্বোচ্চ নেতার নির্দেশিত পথ ধরেই এগুচ্ছেন। সর্বোচ্চ নেতা সম্প্রতি বলেছেন, ইরানের ওপর থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তা যাচাই করে দেখা পরেই কেবল ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু করবে।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।