ইসলামী ইরান ও সৌদি আরবের মধ্যে বিভক্তি কাম্য নয়: ইরানি আইনপ্রণেতা
(last modified Tue, 20 Apr 2021 12:09:42 GMT )
এপ্রিল ২০, ২০২১ ১৮:০৯ Asia/Dhaka
  • আব্বাস মুক্তাদায়ি
    আব্বাস মুক্তাদায়ি

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিশনের উপ-প্রধান আব্বাস মুক্তাদায়ি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরবের মধ্যে বিভক্তি কাম্য নয়।

তিনি ইরাকে তেহরান ও রিয়াদের মধ্যে আলোচনা প্রসঙ্গে বলেন, সৌদি আরবের নীতিতে পরিবর্তন এলে ইরান সেটাকে স্বাগত জানাবে। সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক হলে তা আন্তর্জাতিক সম্পর্ককেও প্রভাবিত করবে বলে তিনি মন্তব্য করেন।

আব্বাস মুক্তাদায়ি আরও বলেন, ইরান বারবারই বলে আসছে মুসলিম উম্মাহর বিষয়ে সৌদি দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এলে গোটা মুসলিম বিশ্বের কল্যাণ হবে। মুসলিম বিশ্ব শক্তিশালী হবে।

সৌদি আরবের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের আহ্বান জানান তিনি। ইরানের এই প্রভাবশালী আইনপ্রণেতা বলেন, ইরান মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করছে, সৌদি আরবকেও মুসলিম দেশ হিসেবে এ ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে।

তার মতে,আন্তর্জাতিক সংস্থাগুলোতে ইরান ও সৌদি আরব সহযোগিতামূলক তৎপরতা চালালে তা মুসলিম বিশ্বের উন্নয়নে ভূমিকা রাখবে।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।