শহীদ হওয়ার পর জেনারেল সোলাইমানির শক্তি আরও বেড়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i91008
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন,শহীদ হওয়ার পর জেনারেল কাসেম সোলাইমানির শক্তি ও ক্ষমতা অনেক বেড়েছে। তিনি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এই মন্তব্য করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ০২, ২০২১ ১৬:১৬ Asia/Dhaka
  • জারিফ
    জারিফ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন,শহীদ হওয়ার পর জেনারেল কাসেম সোলাইমানির শক্তি ও ক্ষমতা অনেক বেড়েছে। তিনি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এই মন্তব্য করেছেন।

জারিফ আরও বলেছেন, বৈষয়িক উপাদানই কেবল শক্তির জন্ম দেয় না বরং প্রিয় ভাই কাসেম সোলাইমানি শহীদ হওয়ার পর অনেক বেশি শক্তিমান হয়ে উঠেছেন।

জাওয়াদ জারিফ ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন যা প্রায় এক বছর তিন মাস আগের।

সেখানে তিনি বলেছেন, শুধু বৈষয়িক উপাদানই শক্তির মানদণ্ড নয় বরং জনগণের ওপর নির্ভরতা এবং প্রতিরোধের মতো আধ্যাত্মিক উপাদানও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

জেনারেল সোলাইমানির সঙ্গে জারিফ (ডানে)

 

সেখানে তিনি আরও বলেছেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি ছিলেন অতুলনীয়, শাহাদাতের পর তিনি আরও বেশি অতুলনীয় হয়েছেন।#  

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।