ভিয়েনা আলোচনায় সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i91070-ভিয়েনা_আলোচনায়_সব_মার্কিন_নিষেধাজ্ঞা_প্রত্যাহারের_উপর_গুরুত্ব_দেওয়া_হচ্ছে_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ৪+১ গ্রুপের সঙ্গে আলোচনায় সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মে ০৩, ২০২১ ১৭:৩৮ Asia/Dhaka
  • খাতিবজাদে
    খাতিবজাদে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ৪+১ গ্রুপের সঙ্গে আলোচনায় সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আজ (সোমবার) সংবাদ সম্মেলনে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহারের আওতায় আমেরিকাকে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। অক্ষরে অক্ষরে এটা পালন করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আবার সময়ক্ষেপণেও আমরা যাব না। পরমাণু সমঝোতায় আমেরিকার প্রত্যাবর্তন একবারে হতে হবে এবং তা যাচাইয়ের সুযোগ থাকতে হবে। তি

তিনি বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের পারস্য উপসাগরীয় দেশগুলো সফরের সঙ্গে ভিয়েনায় চলমান আলোচনা প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই।

খাতিবজাদেহ আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী জারিফের সফর 'রমজান কূটনীতি'র অংশ। অন্যান্য মুসলিম দেশ সফরেও যেতে পারেন তিনি।

সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ইরান সব সময় সৌদি আরবসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যেকোনো পর্যায়ে যেকোনো ধরণের আলোচনায় প্রস্তুত রয়েছে।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সেখানকার পরিস্থিতি আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে, তবে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সব ধরণের চেষ্টা চালাবে তেহরান।

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।