বিশ্ব কুদস দিবস উপলক্ষে ইরানের সর্বত্র উড়বে ফিলিস্তিনি পতাকা
https://parstoday.ir/bn/news/iran-i91162-বিশ্ব_কুদস_দিবস_উপলক্ষে_ইরানের_সর্বত্র_উড়বে_ফিলিস্তিনি_পতাকা
আগামী শুক্রবার বিশ্ব কুদস দিবসে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সব শহরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হবে। এ তথ্য জানিয়েছেন ইরানের ইসলামী প্রচার সমন্বয় পরিষদের উপপ্রধান নুসরাতউল্লাহ লুতফি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৫, ২০২১ ১৫:৫১ Asia/Dhaka
  • বিশ্ব কুদস দিবস উপলক্ষে ইরানের সর্বত্র উড়বে ফিলিস্তিনি পতাকা

আগামী শুক্রবার বিশ্ব কুদস দিবসে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সব শহরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হবে। এ তথ্য জানিয়েছেন ইরানের ইসলামী প্রচার সমন্বয় পরিষদের উপপ্রধান নুসরাতউল্লাহ লুতফি।

তিনি আজ (বুধবার) বলেছেন, বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন শহরের স্কয়ারগুলোতে এবং ফিলিস্তিন নামের সড়কগুলোতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হবে। একইসঙ্গে দখলদার ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ানো হবে।

লুতফি

 

বিশ্ব কুদস দিবস পালন সংক্রান্ত বৈঠকে তিনি আরও বলেছেন, ৭৩ বছর আগে পবিত্র বায়তুল মুকাদ্দাস দখল করেছে বর্ণবাদীরা। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে কুদস দিবস হিসেবে ঘোষণা দিয়ে ইমাম খোমেনী (রহ.) বলেছিলেন, কুদস দিবস কেবল ফিলিস্তিনিদের নয়। এর মাধ্যমে এই মহান আলেমের চিন্তার গভীরতা স্পষ্ট হয়েছে। লুতফি বলেন, অদূর ভবিষ্যতেই বায়তুল মুকাদ্দাস মুক্ত হবে।

তিনি আরও বলেন, ইরানিরা প্রতি বছর বিশ্ব কুদস দিবসের মিছিলে ব্যাপকভাবে অংশগ্রহণ করে থাকে। কিন্তু এ বছর করোনা মহামারির কারণে গণমিছিল ও গণজমায়েত হবে না। কিন্তু এই দিবস উপলক্ষে নানা ধরণের আয়োজন থাকছে।

তিনি বলেন, ইরানিরা কখনোই বায়তুল মুকাদ্দাস দখলকে মেনে নেবে না এবং সব সময় ফিলিস্তিনিদের আন্দোলন ও সংগ্রামের প্রতি সমর্থন দিয়ে যাবে। #

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।