সুইস কূটনীতিক নিহত: ভিয়েনা কনভেনশন অনুযায়ী সহযোগিতা করছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i91190-সুইস_কূটনীতিক_নিহত_ভিয়েনা_কনভেনশন_অনুযায়ী_সহযোগিতা_করছে_ইরান
তেহরানের সুউচ্চ ভবন থেকে পড়ে গিয়ে একজন সুইস কূটনীতিক নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এ দুঃখজনক ঘটনা জানার পরপরই তার মন্ত্রণালয় পুলিশ ও বিচার বিভাগের মাধ্যমে এ সংক্রান্ত প্রয়োজনীয় তদন্ত চালিয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মে ০৬, ২০২১ ০৫:২৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

তেহরানের সুউচ্চ ভবন থেকে পড়ে গিয়ে একজন সুইস কূটনীতিক নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এ দুঃখজনক ঘটনা জানার পরপরই তার মন্ত্রণালয় পুলিশ ও বিচার বিভাগের মাধ্যমে এ সংক্রান্ত প্রয়োজনীয় তদন্ত চালিয়েছে।

সাঈদ খাতিবজাদে বুধবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, নিহত কূটনীতিকের মরদেহ পোস্টমার্টেমের জন্য পাঠানো হয়েছে এবং সেখানকার কাজ শেষ হওয়ার পর এটি সুইস দূতাবাসের কাছে হস্তান্তর করা হবে।

খাতিবজাদে আরো বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এরইমধ্যে তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে এই মৃত্যুর ঘটনার নানা দিক পর্যালোচনা করেছেন। দু’টি দেশের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন অনুযায়ী ইরান এ ব্যাপারে প্রয়োজনীয় সব সহযোগিতা করে যাবে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত একজন সিনিয়র সুইস কূটনীতিক মঙ্গলবার তার অ্যাপার্টমেন্ট ভবন থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র মুজতবা খালেদি জানিয়েছেন, তেহরানের কামরানিয়ে এলাকার একটি সুউচ্চ ভবনের ১৮ তলা থেকে পড়ে দিয়ে ৫২ বছর বয়সি ওই নারী কূটনীতিক নিহত হন।

নিহত কূটনীতিক সুইস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ছিলেন বলে খালেদি জানান। কোনো কোনো সংবাদ সংস্থা নিহত কূটনীতিককে সুইস দূতাবাসের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হওয়ার কিছুদিন পর ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। তখন থেকে তেহরানস্থ সুইস দূতাবাস ইরানে মার্কিন স্বার্থ দেখাশুনা করছে।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।