পরমাণু সম্পর্কিত ইউরোপ-আমেরিকার কোন দাবি মানবে না ইরান
-
ভিয়েনা আলোচনা
২০১৫ সালে সই হওয়ার পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে তাতে আমেরিকা ও ইউরোপের পক্ষ থেকে বাড়তি কোনো দাবি পেশ করা হলে ইসলামি প্রজাতন্ত্র ইরান তা মানবে না।
একটি বিশেষ সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই খবর দিয়েছে ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি।
আজ (বৃহস্পতিবার) প্রেস টিভি জানিয়েছে, ইরান তার পরমাণু স্থাপনায় যে নতুন সেন্ট্রিফিউজ বসিয়েছে কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার বিনিময়ে সেইসব সেন্ট্রিফিউজ ধ্বংস করতে হবে বলে ইউরোপ এবং আমেরিকা দাবি তুলত যাচ্ছে। অথচ পরমাণু সমঝোতার আওতায় ইরান এসব উন্নতমানের সেন্ট্রিফিউজ বসিয়েছে এবং তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র নজরদারিতেই হয়েছে।
এরপরও যদি এই ইস্যুতে আমেরিকা ও ইউরোপ বাড়তি চাপ সৃষ্টি করে তাহলে ইরান তা তো মানবেই না বরং আলোচনা থেকেই বেরিয়ে যেতে পারে।
এমনভাবে অবস্থা তৈরি করা হচ্ছে যেখানে ইরানকে পরমাণু ইস্যুতে নতুন দাবি মানতে হবে অথচ আমেরিকা পরমাণু সংক্রান্ত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি নয়।#
পার্সটুডে/এসআইবি/৬