ইসরাইলি পতাকা উত্তোলনের প্রতিবাদে জারিফের ভিয়েনা সফর বাতিল
https://parstoday.ir/bn/news/iran-i91688-ইসরাইলি_পতাকা_উত্তোলনের_প্রতিবাদে_জারিফের_ভিয়েনা_সফর_বাতিল
অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি ভবনে ইহুদিবাদী ইসরাইলের পতাকা উত্তোলনের প্রতিবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের ভিয়েনা সফর বাতিল করা হয়েছে। গতকাল (শনিবার) দ্বিপক্ষীয় সফরে জারিফের ভিয়েনা গমন এবং সেখানে স্বাগতিক অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শালেনবার্গের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৬, ২০২১ ০৪:৫৭ Asia/Dhaka
  • ইসরাইলি পতাকা উত্তোলনের প্রতিবাদে জারিফের ভিয়েনা সফর বাতিল

অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি ভবনে ইহুদিবাদী ইসরাইলের পতাকা উত্তোলনের প্রতিবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের ভিয়েনা সফর বাতিল করা হয়েছে। গতকাল (শনিবার) দ্বিপক্ষীয় সফরে জারিফের ভিয়েনা গমন এবং সেখানে স্বাগতিক অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শালেনবার্গের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, “উদ্ভূত পরিস্থিতিতে জনাব জারিফ অস্ট্রিয়া সফরকে উপযুক্ত মনে করেননি এবং এ কারণে তার সফরটি চূড়ান্ত করা হয়নি।”

অস্ট্রিয়া দাবি করেছে, জারিফের সফর বাতিলের ফলে ‘দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের অবনতি হবে না। একইসঙ্গে দেশটি বলেছে, কিছু কূটনৈতিক সফর অনুষ্ঠানের স্বার্থে ইসরাইলের প্রতি সংহতি প্রদর্শনের অবস্থান থেকে অস্ট্রিয়া সরে আসবে না।

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শালেনবার্গ

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে। তবে এর আগে বলা হয়েছিল, জারিফ দ্বিপক্ষীয় সফরে অস্ট্রিয়া যাচ্ছেন এবং পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনার সঙ্গে তার সফরের সম্পর্ক নেই।

অস্ট্রিয়ার প্রভাবশালী দৈনিক ডি প্রেস জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শালেনবার্গ শুক্রবার জারিফের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং তার সফর বাতিলে দুঃখ প্রকাশ করেন।

এর আগে ভিয়েনার বিভিন্ন সরকারি দপ্তরে ইহুদিবাদী ইসরাইলের পতাকা উত্তোলনের প্রতিবাদ জানিয়েছিলেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।