ইসলামি জিহাদ আন্দোলনের নেতার সঙ্গে কথা বললেন বেলায়েতি
(last modified Sun, 16 May 2021 23:10:58 GMT )
মে ১৭, ২০২১ ০৫:১০ Asia/Dhaka
  • তেহরানে বেলায়েতির সঙ্গে জিয়াদ আন-নাখলার বৈঠক (ফাইল ছবি)
    তেহরানে বেলায়েতির সঙ্গে জিয়াদ আন-নাখলার বৈঠক (ফাইল ছবি)

ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পাশবিক আগ্রাসনের মোকাবিলায় ফিলিস্তিনিদের সমর্থন করা বিশ্বের প্রতিটি মুসলমানের কর্তব্য। তিনি আরো বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি ইরানের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।

বেলায়েতি রোববার ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নেতৃত্বাধীন ইরান ফিলিস্তিনিদের প্রতি সর্বাত্মক সমর্থন জানানোর ক্ষেত্রে অতীতেও প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলির চলমান বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে আলী আকবর বেলায়েতি বলেন, সকল ফিলিস্তিনি ভূমি ও বায়তুল মুকাদ্দাস ইহুদিবাদীদের কবল থেকে মুক্তির ঐশী প্রতিশ্রুতি একদিন বাস্তবায়িত হবেই।

ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধারা আরেকবার প্রমাণ করেছে, ইসরাইল মাকড়সার জাল ছাড়া আর কিছু নয়।

টেলিফোনালাপে ফিলিস্তিন ইস্যুতে ইরানের সর্বোচ্চ নেতার দৃঢ় অবস্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জিয়াদ আন-নাখালা বলেন, বিশ্বের আর কোনো মুসলিম দেশ ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের ক্ষেত্রে এতটা শক্ত অবস্থান নিতে পারেনি।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ