ইতিহাস সৃষ্টি করে ওমান সাগরের টার্মিনালে তেল পাঠালো ইরান
ওমান সাগরের টার্মিনালে অপরিশোধিত তেল পাঠানো শুরু করেছে ইরান। ইরানি তেলের খাতে এ ঘটনাকে নতুন মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীকে এড়িয়ে পাইপলাইনের সাহায্যে এ তেল পাঠাচ্ছে ইরান।
ইরানের জাতীয় তেল কোম্পানির প্রধান নির্বাহী মেহেদি কারবাসিয়ান একথা জানান। তিনি জানান, গুরেহ-জাস্ক পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন পশ্চিম কারুন তেলক্ষেত্র থেকে প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ওমান সাগরের টার্মিনালে পাঠানো যাবে। ইরানের খার্গ দ্বীপের টার্মিনাল থেকে তেলের একটা বড় অংশ এখন ওমান সাগরের এই টার্মিনাল দিয়ে রপ্তানি হবে।

কারবাসিয়ান গুরেহ-জাস্ক প্রকল্প হচ্ছে ইরানের তেলশিল্পের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রকল্প। তিনি বলেন, গুরেহ-জাস্ক পাইপলাইনের কৌশলগত গুরুত্ব রয়েছে।
খার্গ দ্বীপে তেল পরিশোধনের জন্য হরমুজ প্রণালী দিয়ে ট্যাংকারে করে তেল পরিবহন করতে হয়। হরমুজ প্রণালী ব্যস্ততম রুট হওয়ায় তেল পৌঁছাতে কয়েক দিন সময় লেগে যায়।#
পার্সটুডে/এসআইবি/১৯