‘আমি নিশ্চিত নই যে এটিই হবে শেষ দফার আলোচনা’
https://parstoday.ir/bn/news/iran-i92450-আমি_নিশ্চিত_নই_যে_এটিই_হবে_শেষ_দফার_আলোচনা’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী এবং ভিয়েনায় ইরানের প্রধান আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে সব পক্ষের জোর প্রচেষ্টা সত্ত্বেও তিনি নিশ্চিত নন যে, এটিই হবে শেষ দফার আলোচনা। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ৩১, ২০২১ ২৩:৫৫ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী এবং ভিয়েনায় ইরানের প্রধান আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে সব পক্ষের জোর প্রচেষ্টা সত্ত্বেও তিনি নিশ্চিত নন যে, এটিই হবে শেষ দফার আলোচনা। 

আজ (সোমবার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় আব্বাাস আরাকচি এই মন্তব্য করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদলকে হয়তো নিজ নিজ দেশে ফিরে যেতে হবে এ বিষয়ে আরো পরামর্শ করার জন্য। এখনো কোনো বিষয়ে চূড়ান্ত কিছু হয় নি।

ইরানের এ কূটনীতিক বলেন, আলোচনা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে এবং এখানেই মৌলিক সব বিষয় নিয়ে সিদ্ধান্তমূলক আলোচনা হবে।  চুক্তির ব্যাপারে  খসড়া প্রস্তুত। বেশ কয়েকটি খসড়া তৈরি হয়েছে তবে এখনো মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে।

ভিয়েনা আলোচনা

আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেন, “আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত নই যে, আলোচনার এ পর্যায়ে আমরা একটি উপসংহারে পৌঁছাতে পারবো তবে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।”

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে ক্ষমতায় বসার পর ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং তেহরানের ওপর সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। শুধু তাই নয়, নতুন নতুন নিষেধাজ্ঞাও আরোপ করেন। তবে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় থেকে পরমাণু সমঝোতায় ফিরে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করে আসছেন। তারই ধারাবাহিকতায় ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত সমঝোতা প্রতিষ্ঠিত হয় নি।#

পার্সটুডে/এসআইবি/০১