ইরাকে ১১০০ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে ইরান
(last modified Tue, 01 Jun 2021 13:52:46 GMT )
জুন ০১, ২০২১ ১৯:৫২ Asia/Dhaka
  • ইরাকে ১১০০ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে প্রতিবেশী ইরাকে ১,১০০ কোটি ডলার মূল্যের কৃষি ও খাদ্য পণ্য রপ্তানি করা হয়েছে। ২০১৬ সালের মার্চ থেকে চলতি ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত গত পাঁচ বছরে এই সমস্ত পণ্য রপ্তানি করা হয়েছে এর আগে। ইরানের রপ্তানি উন্নয়ন ব্যুরোন আরব এবং আফ্রিকা বিষয়ক মহাপরিচালক ফার্জাদ পিলতান এ তথ্য জানান।

তিনি জানান, ইরান থেকে ইরাকে যে সমস্ত পণ্য রপ্তানি হয় তার মধ্যে কৃষিজ পণ্য এবং শুকনো ফলমূল ও দূগ্ধজাত পণ্য রয়েছে।

পিলতান বলেন, ইরাকি বাজারে ইরানি পণ্যের সক্রিয় উপস্থিতি রয়েছে। ইরাকে ইরানের কৃষিজাত পণ্যের রপ্তানি বাড়ানোর জন্য আগামী ৮ জুন ইরানের রাজধানী তেহরানে দু দেশের কর্মকর্তাদের বৈঠকের কথা রয়েছে।

ইরানের শুল্ক প্রশাসনের দেয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, চলতি ফার্সি বছরের দ্বিতীয় মাসে ইরান এবং অন্যান্য দেশের মধ্যে কৃষিজাত পণ্যের আমদানি রপ্তানি হয়েছে প্রায় ১,৩০০ কোটি ডলারের।#

পার্সটুডে/এসআইবি/১

ট্যাগ