ইরানে জঙ্গিবিমান দুর্ঘটনায় ২ পাইলট নিহত; ঘটনার তদন্ত চলছে
https://parstoday.ir/bn/news/iran-i92508-ইরানে_জঙ্গিবিমান_দুর্ঘটনায়_২_পাইলট_নিহত_ঘটনার_তদন্ত_চলছে
ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের দেজফুল শহরের একটি বিমানঘাঁটিতে যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট দুর্ঘটনায় বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। সেনাবাহিনী বলেছে, এ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০২, ২০২১ ০৫:৫১ Asia/Dhaka
  • ইরানে জঙ্গিবিমান দুর্ঘটনায় ২ পাইলট নিহত; ঘটনার তদন্ত চলছে

ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের দেজফুল শহরের একটি বিমানঘাঁটিতে যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট দুর্ঘটনায় বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। সেনাবাহিনী বলেছে, এ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সেনাবাহিনী মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে বলেছে, এফ-৫ মডেলের একটি বিমান নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ করে পাইলটদের চেয়ার অনির্ধারিতভাবে সক্রিয় হয়ে উঠলে সামনে-পেছনে থাকা দুই পাইলট ছিটকে যার যার কেবিনের ছাদে আছড়ে পড়েন এবং কেবিনের মধ্যে মারা যান।

এফ-৫ মডেলের একরম একটি জঙ্গিবিমান উড্ডয়নের আগে কেবিনের মধ্যেই নিহত হন দুই পাইলট

বিবৃতিতে নিহত দুই পাইলটের নাম কর্নেল কিয়ানুশ বাসাতি ও ক্যাপ্টেন  হোসেইন নামনি বলে উল্লেখ করা হয়েছে।  

কেন উড্ডয়নের আগে কেবিনের কাচে ঢাকা ছাদ আটকানোর পর অনির্ধারিতভাবে চেয়ারগুলো কাজ করতে শুরু করল তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। #

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।