ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে তিউনিশিয়া সফরকারী হামাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ
https://parstoday.ir/bn/news/iran-i92510-ইরানি_রাষ্ট্রদূতের_সঙ্গে_তিউনিশিয়া_সফরকারী_হামাসের_প্রতিনিধিদলের_সাক্ষাৎ
তিউনিশিয়া সফররত ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধিদল তিউনিসে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মাদরেজা রাউফ শেইবানি’র সঙ্গে সাক্ষাৎ করেছে। হামাসের মুখপাত্র সামি আবুজুহরি তিউনিশিয়া সফরকারী প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০২, ২০২১ ০৬:১৫ Asia/Dhaka
  • সাক্ষাৎ শেষে ফিলিস্তিনি নির্যাতিত জনগোষ্ঠীর পক্ষ থেকে কৃতজ্ঞতাস্বরূপ ইরানকে একটি স্মৃতিফলক (ক্রেস্ট) উপহার দেন সামি আবুজুহরি (বামে)
    সাক্ষাৎ শেষে ফিলিস্তিনি নির্যাতিত জনগোষ্ঠীর পক্ষ থেকে কৃতজ্ঞতাস্বরূপ ইরানকে একটি স্মৃতিফলক (ক্রেস্ট) উপহার দেন সামি আবুজুহরি (বামে)

তিউনিশিয়া সফররত ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধিদল তিউনিসে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মাদরেজা রাউফ শেইবানি’র সঙ্গে সাক্ষাৎ করেছে। হামাসের মুখপাত্র সামি আবুজুহরি তিউনিশিয়া সফরকারী প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন।

সাক্ষাতে আবুজুহরি ও শেইবানি গাজা উপত্যকার ওপর সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনসহ ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। ইরানি রাষ্ট্রদূত গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়ে প্রতিরোধ আন্দোলনগুলোকে ইরানের পক্ষ থেকে অভিনন্দন জানান।

তিনি ফিলিস্তিনিদের পক্ষে তিউনিশিয়াসহ গোটা বিশ্বের আপামর জনসাধারণের সমর্থনকে বিশাল অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, এই সমর্থনের বদৌলতে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো শক্তিশালী হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি জনগণের ওপর দমনপীড়ন ও গণহত্যা চালানোর কারণে ইহুদিবাদী ইসরাইল বিশ্ববাসীর কাছে ঘৃণিত ও নিন্দিত হয়েছে।

সাক্ষাতে সামি আবুজুহরি ফিলিস্তিনি প্রতিরোধ অক্ষের প্রতি পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য ইরানের সর্বোচ্চ নেতা, সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।হামাসের মুখপাত্র বলেন, সাম্প্রতিক যুদ্ধে প্রতিরোধ যোদ্ধারা বায়তুল মুকাদ্দাসে ইহুদিবাদী ষড়যন্ত্র ব্যর্থ  করে দিয়েছে এবং যুদ্ধের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে তেল আবিবকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছে।

যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ইসরাইল ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর পূর্বশর্ত মেনে নিতে বাধ্য হয়েছে বলেও জানান আবুজুহরি। সাক্ষাৎ শেষে ফিলিস্তিনি নির্যাতিত জনগোষ্ঠীর পক্ষ থেকে কৃতজ্ঞতাস্বরূপ ইরানকে একটি স্মৃতিফলক (ক্রেস্ট) উপহার দেন সামি আবুজুহরি।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।