আমেরিকা ও পাঁচ জাতিগোষ্ঠীকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i92584-আমেরিকা_ও_পাঁচ_জাতিগোষ্ঠীকে_কঠিন_সিদ্ধান্ত_নিতে_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আব্বাস আরাকচি বলেছেন, এখনো কিছু গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে যা নিয়ে তেহরান ও অন্য পক্ষগুলোকে কাজ করতে হবে। তবে ২০১৫ সালের পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে হলে আমেরিকা ও পাঁচ জাতিগোষ্ঠীকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৩, ২০২১ ১৮:৪২ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আব্বাস আরাকচি বলেছেন, এখনো কিছু গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে যা নিয়ে তেহরান ও অন্য পক্ষগুলোকে কাজ করতে হবে। তবে ২০১৫ সালের পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে হলে আমেরিকা ও পাঁচ জাতিগোষ্ঠীকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

আব্বাস আরাকচি বলেন, “এ পর্যন্ত আলোচনায় আমরা ভালো অগ্রগতি অর্জন করেছি কিন্তু এখনো কিছু বিষয় রয়েছে যা নিয়ে আরো আলোচনা প্রয়োজন।” ইরানের এ আলোচক বলেন, পরমাণু সমঝাতায় ফেরা না ফেরা মূলত এইসব ইস্যুর ওপরই নির্ভর করছে। গতকাল (বুধবার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ৫ম রাউন্ড আলোচনার পর সাংবাদিকদের তিনি একথা জানান।

আব্বাস আরাকচি সুস্পষ্ট করে বলেন, “আমরা নই, বরং আমেরিকা ও পাঁচ জাতিগোষ্ঠীকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং ইরানের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। এগুলো হলে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।”#

পার্সটুডে/এসআইবি/৩