জুন ০৯, ২০২১ ০৫:৩১ Asia/Dhaka

ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম পদপ্রার্থী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, দেশের জনগণের মধ্যে যে শ্রেণিবৈষম্য তৈরি হয়েছে তার মূলে রয়েছে অর্থনৈতিক দিক দিয়ে প্রশাসনের ভুল সিদ্ধান্ত গ্রহণ।

তিনি গতকাল (মঙ্গলবার) টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিতর্ক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। এটি ছিল সাত প্রেসিডেন্ট প্রার্থীর দ্বিতীয় টেলিভিশন বিতর্ক। রায়িসি বলেন, স্বাস্থ্য খাতে জনগণকে যে সহায়তা দেয়া হয়েছে সেখানে ভুল সিদ্ধান্তের কারণে কেউ কেউ বড় অঙ্কের অর্থ হাতে পেয়েছে এবং কারো কারো প্রাপ্তি ছিল সামান্য। তিনি প্রেসিডেন্ট হলে এই বৈষম্য দূর করা হবে বলে ঘোষণা দেন।

সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

রায়িসি বলেন, দেশের জনগণ যাতে বৈষম্যহীনভাবে অর্থনৈতিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে। আর তা করতে পারলে শ্রেণিবৈষম্য থাকবে না।

আব্দুননাসের হেম্মাতি

অপর প্রার্থী আব্দুননাসের হেম্মাতি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ঋণাত্মক হওয়ার পাশাপাশি গত দেড় বছরে করোনাভাইরাসের প্রকোপের কারণে দেশে বেকার সমস্যা দেখা দিয়েছে। তিনি সবাইকে টিকার আওতায় আনার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আশাব্যাঞ্জক করার আশ্বাস দিয়েছেন।

কাজিযাদে হাশেমি

ইরানের অন্যতম প্রেসিডেন্ট প্রার্থী কাজিযাদে হাশেমি বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুব সমাজকে দেশ গঠনের কাজে বেশি বেশি ব্যবহার করবেন। এর ফলে বেকার সমস্যা সমাধানের পাশাপাশি দেশের উন্নতি ত্বরান্বিত হবে।

মোহসেন রেজায়ি

অপর প্রার্থী মোহসেন রেজায়ি বলেন, দেশের বেশিরভাগ সমস্যার মূলে রয়েছে অর্থনৈতিক সংকট এবং তার কাছে এ সংকট সমাধানের উপযুক্ত পন্থা রয়েছে।

আলীরেজা যাকানি

দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলে জনগণের অর্থনৈতিক সমস্যার সমাধান করে দেশ থেকে হতদরিদ্র নামক শব্দ উঠিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অপর প্রার্থী আলীরেজা যাকানি।

সাঈদ জালিলি

ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের অপর প্রার্থী সাঈদ জালিলি বলেছেন, জনগণের সঙ্গে দেশের নীতিনির্ধারকদের আচরণে পরিবর্তন আনতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে এর বিকল্প নেই।

মোহসেন মিরআলীযাদে

সর্বশেষ প্রার্থী মোহসেন মিরআলীযাদে বলেছেন, ইরানের জনগণ অর্থনৈতিক অবরোধের মোকাবিলায় প্রতিরোধ গড়ে তুলে শত্রুর সব ষড়যন্ত্র নস্যাত করে দিয়েছে। তিনি এমন কর্মপরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দেন যার ফলে শত্রুদেশের অবরোধের তেমন কোনো প্রভাব দেশের পড়বে না।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ