ইসরাইলি ইহুদিরা গাজায় তেল আবিবের গণহত্যার প্রধান হোতা: জরিপের ফলাফল
https://parstoday.ir/bn/news/west_asia-i149868-ইসরাইলি_ইহুদিরা_গাজায়_তেল_আবিবের_গণহত্যার_প্রধান_হোতা_জরিপের_ফলাফল
পার্সটুডে-ইসরাইলি এক জরিপের ফলাফলে দেখা গেছে অর্ধেকেরও বেশি ইহুদিবাদী গাজায় গণহত্যার পক্ষে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১২, ২০২৫ ১৬:১০ Asia/Dhaka
  • ইহুদিবাদীদের মধ্যে রক্তপাতের আকাঙ্ক্ষা: হামাসের ভয়ে ইসরাইলি সেনাদের আত্মহত্যা
    ইহুদিবাদীদের মধ্যে রক্তপাতের আকাঙ্ক্ষা: হামাসের ভয়ে ইসরাইলি সেনাদের আত্মহত্যা

পার্সটুডে-ইসরাইলি এক জরিপের ফলাফলে দেখা গেছে অর্ধেকেরও বেশি ইহুদিবাদী গাজায় গণহত্যার পক্ষে।

গাজায় গণহত্যার প্রতি এমন এক সময় ইহুদিবাদীদের সমর্থন এলো যখন এ অঞ্চলের জনগণকে হত্যা করার পাশাপাশি ইসরাইলি সেনারা বিপুল সংখ্যক ফিলিস্তিনীকে অবরুদ্ধ ও অনাহারের মধ্যে রেখেছে। সেইসঙ্গে গাজার জনগণকে ইহুদিবাদী জল্লাদদের হাতে মারাত্মকভাবে তথাকথিত আমেরিকান-ইসরাইলি সহায়তা কেন্দ্রগুলোতে শহীদ হতে হচ্ছে। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ইসরাইলে পরিচালিত এক জরিপের ফলাফলে ইহুদিবাদীদের চরম ঘৃণা এবং বিরক্তির প্রকাশ দেখা গেছে।

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অ্যাকর্ড সেন্টারের এক জরিপ অনুসারে, ৬৪ শতাংশ ইহুদিবাদী বিশ্বাস করেন যে গাজায় কোনও নিরপরাধ মানুষ নেই। ইহুদিবাদী সংবাদমাধ্যম হারেৎজ কর্তৃক প্রকাশিত জরিপ অনুসারে, ইহুদিবাদীরা গাজায় গণহত্যাকে সমর্থন করে।

অন্য এক খবরে ইহুদিবাদী সংবাদপত্র ইয়েদিউৎ আহরোনোৎ স্বীকার করেছে যে ইসরাইলি সেনারা, তাদের কাছে আসা হামাসের একজন যোদ্ধার ভয়ে নিজেদের কমান্ডারকে গুলি করে এবং গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে পাঠায়।

ইয়েদিউৎ অহরোনোত আরও জানায়, গত রোববার রাফায় অভিযান পরিচালনার সময় ওই ঘটনাটি ঘটে। ইসরাইলি সেনাবাহিনী আশঙ্কা করেছিল যে বেশ কয়েকজন হামাস যোদ্ধা আক্রমণের পরিকল্পনা করছে, সেই ভয়ে তারা ভুল করে তাদের ইউনিট কমান্ডারকে গুলি করে একটি ভবনে ঢুকে পড়ে। গুলি ওই কমান্ডার মারাত্মকভাবে আহত হয়।

ইয়েদিউৎ অহরোনোৎ আরও লিখেছে: প্রকাশনার ওপর দীর্ঘ নিষেধাজ্ঞার পর, সংবাদ প্রকাশ করার অনুমতি পেয়ে রাফার কাছে ওই ইউনিট কমান্ডারের আহত হবার খবর প্রকাশ করা হয়েছে।#

পার্সটুডে//এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।