ইরানে পালিত হলো কন্যা দিবস
জুন ১৩, ২০২১ ১৬:৩৩ Asia/Dhaka
ইরানসহ বিশ্বের নানা অঞ্চলে পালিত হলো হযরত ফাতিমা মাসুমা (সালামুল্লাহি আলাইহা)'র পবিত্র জন্মবার্ষিকী। এ উপলক্ষে এ দিনকে বিশেষ করে ইরানে কন্যা দিবস হিসেবে পালন করা হয়।
১৭৩ হিজরির ১ জিলকদ মাসে জন্মগ্রহণ করেন বিশ্বনবী (সা.)'র আহলে বাইতের সদস্য ইমাম মুসা কাজিম (আ.)'র কন্যা ও ইমাম রেজা (আ.)'র বোন হযরত ফাতিমা মাসুমা (সালামুল্লাহি আলাইহা)। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী এবং জ্ঞানগত অনেক কঠিন ও জটিল প্রশ্নের উত্তর দিতে পারতেন তিনি শৈশবেই । তার জন্ম-দিবসটিকে ইরানে কন্যা দিবস হিসেবে পালন করা হয়।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ