স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন ইরানের ভোটাররা
https://parstoday.ir/bn/news/iran-i93322-স্বাস্থ্যবিধি_মেনে_ও_মাস্ক_পরে_ভোটকেন্দ্রে_উপস্থিত_হয়েছেন_ইরানের_ভোটাররা
ইরানের রাজধানী তেহরানসহ সারাদেশের বিভিন্ন শহর ও গ্রামের ভোটাররা মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন। আজ (শুক্রবার) ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৮, ২০২১ ০৯:২৯ Asia/Dhaka
  • তেহরানের হোসেইনিয়ে এরশাদ ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি
    তেহরানের হোসেইনিয়ে এরশাদ ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি

ইরানের রাজধানী তেহরানসহ সারাদেশের বিভিন্ন শহর ও গ্রামের ভোটাররা মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন। আজ (শুক্রবার) ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

তেহরান থেকে ইরানপ্রেসের সংবাদদাতারা জানিয়েছেন, তেহরানের ‘হোসেইনিয়ে এরশাদ’, ‘মাসজেদুন্নবী’ ও ‘মাসজেদ-ই-লোরজাদে’ ভোটকেন্দ্রে সকাল ৭টা বাজার অনেক আগে থেকেই ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। এ সময় ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য আলী আকবার নাতেক নুরিকে হোসেইনিয়ে এরশাদ ভোটকেন্দ্রে ভোটারদের সারিতে অপেক্ষমান দেখা যায়।

আজ প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ষষ্ঠ সিটি কাউন্সিল ও স্থানীয় পরিষদ এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণও চলছে।

ভোটকেন্দ্রে শোভা পাচ্ছে শহীদ লে. জেনারেল কাসেম সোলেইমানির ছবি

এবারের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, মোহসেন রেজায়ি, আব্দুন নাসের হেম্মাতি এবং কাজিযাদে হাশেমি।এর আগে অন্যতম প্রার্থী মেহের আলীজাদে অপর সংস্কারপন্থী প্রার্থী আব্দুন নাসের হেম্মাতির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ান এবং অন্য দুই প্রার্থী আলীরেজা যাকানি ও সাঈদ জালিলি নিজেদের প্রত্যাহার করে নিয়ে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রতি সমর্থন ঘোষণা করেন।

দিনের প্রথম প্রহরেই ভোট দেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

বিশ্বের ২২৬টি গণমাধ্যমের প্রায় ৫০০ সাংবাদিক ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের খবর কভার করার জন্য ইরানে এসেছেন।

বিশ্বের ১০১টি দেশে অবস্থানরত প্রবাসী ইরানি নাগরিকরাও তাদের প্রেসিডেন্টকে বেছে নেয়ার জন্য ভোট দিচ্ছেন। ওইসব দেশে ভোটগ্রহণের জন্য স্থাপন করা হয়েছে ৪৫০টি কেন্দ্র।

ইরানের নির্বাচনি আইন অনুযায়ী- কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা ভোট নেয়া হবে।# #

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।