ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i93426-ব্রিটিশ_রাষ্ট্রদূতকে_তলব_করল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট মেকাইয়ারকে তলব করেছে তেহরান। গতকাল (শুক্রবার) ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের সময় ব্রিটেনে বসবাসরত ইরানি নাগরিকরা কূটনৈতিক মিশনগুলোতে ভোট দিতে গেলে তাদের ওপর দুষ্কৃতকারীরা হামলা চালায়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ১৯, ২০২১ ২৩:১৮ Asia/Dhaka
  • ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট মেকাইয়ারকে তলব করেছে তেহরান। গতকাল (শুক্রবার) ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের সময় ব্রিটেনে বসবাসরত ইরানি নাগরিকরা কূটনৈতিক মিশনগুলোতে ভোট দিতে গেলে তাদের ওপর দুষ্কৃতকারীরা হামলা চালায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে জানান,  এ ঘটনার প্রতিবাদ জানাতে ইরানি পররারাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাদিবজাদে আজ (শনিবার) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক রবার্ট মেকাইয়ারক তলব করেন। ব্রিটিশ রাষ্ট্রদূত সেখানে গেলে তার কাছে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়। 

ইসলামী বিপ্লব বিরোধী দুষ্কৃতকারীরা ব্রিটেনের রাজধানী লন্ডন এবং বার্মিংহামসহ আরো কয়েকটি শহরে ভোট দিতে যাওয়া ইরানি নাগরিকদের ওপর হামলা চালায়। পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক বলেন, বিপ্লব ও গণতন্ত্র-বিরোধী সন্ত্রাসীরা এই হামলায় জড়িত। 

গতকালের হামলার সময় দুষ্কৃতকারীরা ভোটারদের পাশাপাশি কূটনৈতিক মিশনগুলোর কর্মকর্তাদেরকেও লাঞ্চিত করে। এ সময় অন্তত একজন ভোটারের ওপর শারীরিকভাবে আঘাত করা হয়। ব্রিটিশ রাষ্ট্রদূতকে পরিষ্কার করে বলা হয়, তার দেশের সরকার ও পুলিশ তাদের দায়িত্ব পালনে এবং ইরানি ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে।# 

পার্সটুডে/এসআইবি/১৯