এক নারীকে অপহরণ প্রচেষ্টার মার্কিন অভিযোগকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i94594-এক_নারীকে_অপহরণ_প্রচেষ্টার_মার্কিন_অভিযোগকে_কাণ্ডজ্ঞানহীন’_বল_ইরান
চার ইরানি নাগরিক ইরানি বংশোদ্ভূত একজন মার্কিন নারী সাংবাদিককে অপহরণ করতে চেয়েছিল বলে আমেরিকা যে অভিযোগ করেছে তাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে তেহরান। মার্কিন বিচার বিভাগ মঙ্গলবার ওই চার ইরানি নাগরিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৫, ২০২১ ১০:২৯ Asia/Dhaka
  • খাতিবজাদে: আমেরিকা নিজের বেতনভুক্ত কর্মচারীদের মূল্য বাড়াতে চায়।
    খাতিবজাদে: আমেরিকা নিজের বেতনভুক্ত কর্মচারীদের মূল্য বাড়াতে চায়।

চার ইরানি নাগরিক ইরানি বংশোদ্ভূত একজন মার্কিন নারী সাংবাদিককে অপহরণ করতে চেয়েছিল বলে আমেরিকা যে অভিযোগ করেছে তাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে তেহরান। মার্কিন বিচার বিভাগ মঙ্গলবার ওই চার ইরানি নাগরিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বুধবার তেহরানে বলেছেন, আমেরিকার এই অভিযোগ এতটা ‘ভিত্তিহীন ও হাস্যকর’ যে তা জবাব দেয়ার যোগ্য নয়। তিনি বলেন, মার্কিন বিচার বিভাগ এই অর্থহীন অভিযোগ উত্থাপন করে গোটা বিশ্ববাসীকে বোকা বানাতে চেয়েছে।

তিনি বলেন, এ ধরনের ‘হলিউডি চিত্রনাট্য’ উপস্থাপন করে আমেরিকা প্রকৃতপক্ষে নিজের যেসব বেতনভুক্ত কর্মচারী ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে তাদের মূল্য বাড়াতে ও ব্যবহার উপযোগী করে তুলতে চায়। কিন্তু অতীতের মতো এই প্রচেষ্টাও ব্যর্থ হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকার মাত্র কয়েকশ’ বছরের ইতিহাস সন্ত্রাসবাদ, নাশকতা ও অপহরণের ঘটনায় ভরপুর। কাজেই এসব অপকর্ম করে যে আমেরিকা নিজের হাত পাকিয়েছে তার পক্ষেই অন্যের বিরুদ্ধে অপহরণ প্রচেষ্টার নাটক সাজানো সহজ। কিন্তু বিশ্ববাসীকে এতটা বোকা ভাবা আমেরিকার উচিত হয়নি।

মার্কিন বিচার বিভাগ মঙ্গলবার অভিযোগ করে, চার ইরানি নাগরিক ইরানি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক ‘মাসিহ আলীনেজাদ’কে আমেরিকা থেকে অপহরণ করে ইরানে নিয়ে আসতে চেয়েছিল।  অভিযোগে বলা হয় ইরানের ইসলামি সরকারের বিরুদ্ধে জনমতকে উসকে দেয়ার কারণে আলীনেজাদকে অপহরণ করতে চেয়েছিল ওই চার ইরানি নাগরিক। #

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।