ইরান-আফগানিস্তান সীমান্ত ৫ দিন বন্ধ রাখার ঘোষণা দিল তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i94772-ইরান_আফগানিস্তান_সীমান্ত_৫_দিন_বন্ধ_রাখার_ঘোষণা_দিল_তেহরান
ইরানের শুল্ক অধিদপ্তরের মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লাতিফি বলেছেন, আফগানিস্তানের সঙ্গে তার দেশের সীমান্ত ও স্থলবন্দরগুলোর কার্যক্রম পাঁচ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৯, ২০২১ ১০:২২ Asia/Dhaka
  • মাহিরুদ স্থলবন্দর (ফাইল ছবি)
    মাহিরুদ স্থলবন্দর (ফাইল ছবি)

ইরানের শুল্ক অধিদপ্তরের মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লাতিফি বলেছেন, আফগানিস্তানের সঙ্গে তার দেশের সীমান্ত ও স্থলবন্দরগুলোর কার্যক্রম পাঁচ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি গতকাল (রোববার) তেহরানে এক ঘোষণায় বলেন, সোমবার (আজ) সকাল থেকে আগামী শুক্রবার শেষ বেলা পর্যন্ত দু’দেশের সীমান্ত বন্ধ থাকবে; ফলে স্থলবন্দরগুলো দিয়ে কোনো ধরনের পণ্য লেনদেন হবে না।

লাতিফি জানান, পবিত্র ঈদুল আজহা ও আরাফা দিবস উপলক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি এই পাঁচদিন আফগানিস্তান সীমান্তে কোনো ধরনের পণ্য না পাঠাতে ইরানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

ইরানের শুল্ক অধিদপ্তরের মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লাতিফি

ইরানের শুল্ক অধিদপ্তরের মুখপাত্র বলেন, আগামী শনিবার থেকে স্থলবন্দরগুলোর কার্যক্রম যথারীতি স্বাভাবিক নিয়মে চলবে।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে সরকারি সৈন্যদের সঙ্গে তালেবানের সংঘর্ষ তীব্র আকার ধারন করার ঘটনায় দু’দেশের সীমান্ত বাণিজ্যে এর নেতিবাচক প্রভাব পড়েছে। গত সপ্তাহে দু’দেশের মধ্যকার তিনটি স্থলবন্দরের দু’টির আফগান অংশ তালেবান দখল করে নিলে ইরান বন্দর দু’টি সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরবর্তীতে অবশ্য এসব স্থলবন্দরের কার্যক্রম আবার চালু করা হয় এবং গতকাল (রোববার) পর্যন্ত তিন স্থলবন্দর- মাহিরুদ, দোগারুন ও মিলাক চালু ছিল।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।