ইরানকে অভিযুক্ত করা শিশুসুলভ আচরণ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i95360-ইরানকে_অভিযুক্ত_করা_শিশুসুলভ_আচরণ_পররাষ্ট্র_মন্ত্রণালয়ের_মুখপাত্র
ওমান সাগরে ইসরাইলি মালিকানাধীন একটি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে ওয়াশিংটন ও তেল আবিব যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এই অভিযোগকে ‘শিশুসুলভ’ আখ্যায়িত করে বলেছেন, আমেরিকায় ইহুদিবাদী লবির চাপে ওয়াশিংটন ইরানকে অভিযুক্ত করে বক্তব্য দিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ০২, ২০২১ ০৫:৪২ Asia/Dhaka
  • ইরানকে অভিযুক্ত করা শিশুসুলভ আচরণ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ওমান সাগরে ইসরাইলি মালিকানাধীন একটি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে ওয়াশিংটন ও তেল আবিব যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এই অভিযোগকে ‘শিশুসুলভ’ আখ্যায়িত করে বলেছেন, আমেরিকায় ইহুদিবাদী লবির চাপে ওয়াশিংটন ইরানকে অভিযুক্ত করে বক্তব্য দিয়েছে।

খাতিবজাদে রোববার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে আরো বলেন, “অবৈধ ইহুদিবাদী সরকারকে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন বন্ধ করতে হবে। তেহরানের বিরুদ্ধে ইসরাইলের এ ধরনের অভিযোগ উত্থাপন এটিই প্রথম নয়।”

আমেরিকার পক্ষ থেকে একই অভিযোগের পুনরাবৃত্তি সম্পর্কে খাতিবজাদে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সুপরিচিত ইহুদিবাদী লবির চাপে ওয়াশিংটন তেল আবিবের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “ইসরাইলি কর্মকর্তাদের একথা জেনে রাখা ভালো যে, এ ধরনের নাটকীয় অভিযোগ সাজিয়ে তাদের কোনো লাভ হবে না।”

ইসরাইলের এই জাহাজটিতে হামলা হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে (হামলার আগের ফাইল ছবি)

আরব সাগরের ওমান উপকূলে গত বৃহস্পতিবার রাতে একজন ইসরাইলি ধনকুবেরের মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়। এর ফলে জাহাজের দুই ক্রু নিহত হন যাদের একজন ব্রিটেন ও অপরজন রোমানিয়ার নাগরিক।

ওই হামলার ব্যাপারে কোনোরকম তথ্য-প্রমাণ উপস্থাপন না করেই রোববার ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ইরানকে অভিযুক্ত করে বক্তব্য রাখেন এবং এর কয়েক ঘণ্টা পর কিছুক্ষণ বিরতি দিয়ে ব্রিটিশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরাও তেহরানকে অভিযুক্ত করে বিবৃতি দেন।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।