অনলাইন কুইজ প্রতিযোগিতা
আইআরআইবি ফ্যান ক্লাবের জুলাই মাসের বিশেষ কুইজের ফল প্রকাশ
'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর উদ্যোগে জুলাই মাসের বিশেষ কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ১৬৩ জন প্রতিযোগী। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ১২৮ জন (বাংলাদেশ ১২০, ভারত ৮)। বাকি ৩৫ জন ভুল (বাংলাদেশ ৩১, ভারত ৪) উত্তর দিয়েছেন।
সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীরা হলেন:
১. সোহেল রানা হৃদয়
প্রেসিডেন্ট: ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব
ঢাকা সেনানিবাস, বাংলাদেশ।
২. জোবায়েদা আকতার জুঁই
শাহাজাহান ম্যানশন (১ম তলা)
সদর রোড, জয়পুরহাট
বাংলাদেশ
৩. ভাস্কর পাল
মহেন্দ্রনগর অগ্রগামী ক্লাব
জেলা: উত্তর ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ, ভারত
প্রতিযোগিতায় লটারীর মাধ্যমে বিজয়ী তিনজনসহ অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
কুইজের উত্তরগুলো মিলিয়ে নিন
১. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতি নিজ দেশে তৈরি করোনাভাইরাসের যে ভ্যাকসিনটি গ্রহণ করেছেন তার নাম কী?
উত্তর: 'কোভ-ইরান বারাকাত'
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা কবে শুরু হয়?
উত্তর: ১৯২১ সালের ১ জুলাই
৩. বাংলা-বিহার-ওড়িশার শেষ স্বাধীন নবাব মির্জা মুহম্মদ সিরাজ-উদ-দৌলা কবে শহীদ হন?
উত্তর: ১৭৫৭ সালের ৪ জুলাই মতান্তরে ৩ জুলাই
পার্সটুডে/আশরাফুর রহমান/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।