গ্রেকো-রোমান কুস্তিতে স্বর্ণ পদক জিতলেন ইরানের মোহাম্মদ রেজা গেরায়ী
https://parstoday.ir/bn/news/iran-i95506-গ্রেকো_রোমান_কুস্তিতে_স্বর্ণ_পদক_জিতলেন_ইরানের_মোহাম্মদ_রেজা_গেরায়ী
টোকিও অলিম্পিকে ৬৭ কেজি ওজন শ্রেণিতে গ্রেকো-রোমান কুস্তিতে স্বর্ণ পদক জিতেছেন ইরানের মোহাম্মদ রেজা গেরায়ী। চলমান অলিম্পিকে এটি ইরানের দ্বিতীয় স্বর্ণপদক। এর আগে শুটিংয়ে ইরানের হয়ে রেকর্ড গড়ে প্রথম স্বর্ণ পদক লাভ করেন শুটার জাওয়াদ ফোরুগি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ০৫, ২০২১ ০০:৩১ Asia/Dhaka

টোকিও অলিম্পিকে ৬৭ কেজি ওজন শ্রেণিতে গ্রেকো-রোমান কুস্তিতে স্বর্ণ পদক জিতেছেন ইরানের মোহাম্মদ রেজা গেরায়ী। চলমান অলিম্পিকে এটি ইরানের দ্বিতীয় স্বর্ণপদক। এর আগে শুটিংয়ে ইরানের হয়ে রেকর্ড গড়ে প্রথম স্বর্ণ পদক লাভ করেন শুটার জাওয়াদ ফোরুগি।

ফাইনালে ইউক্রেনের পারভিজ নাসিবোভকে ৪-১ ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নেন ২৫ বছর বয়সী মোহাম্মদ রেজা গেরায়ী। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন মিশরের মোহামেদ ইব্রাহিম এলসায়েদ ইব্রাহিম ও জার্মানির ফ্র্যাঙ্ক স্টেবার।

এদিকে, ভারোত্তলনে পুরুষদের ১০৯ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক জিতেছেন ইরানের আলী দাউদি। স্ন্যাচে ২০০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ২৪১ কেজি ওজন তোলেন তিনি।

আলী দাউদি

এ ইভেন্টে স্বর্ণ জিতেছেন জর্জিয়ার লাশা তালাখাদজে। ৪৮৮ কেজি ওজন তুলে এ পদক জিতে নেন তিনি। স্ন্যাচে ২২৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ২৬৫ কেজি ওজন তোলেন তিনি। সিরিয়ার মান আসাদ জিতেছেন ব্রোঞ্জ পদক।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।