ইসরাইলকে মোকাবেলার সফল মডেল হিজবুল্লাহ: প্রেসিডেন্ট রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i95604-ইসরাইলকে_মোকাবেলার_সফল_মডেল_হিজবুল্লাহ_প্রেসিডেন্ট_রায়িসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নতুন প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও তাকফিরি সন্ত্রাসীদেরকে মোকাবেলার ক্ষেত্রে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হচ্ছে অন্য দেশগুলোর জন্য কার্যকর ও সফল মডেল। এই সংগঠন গোপন ও প্রকাশ্য ষড়যন্ত্র মোকাবেলায় নিজেদের কার্যকারিতা সফলভাবে প্রমাণ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৭, ২০২১ ১০:৫২ Asia/Dhaka
  • শেখ নাঈম কাসেমের (বামে) সঙ্গে প্রেসিডেন্ট রায়িসির বৈঠক
    শেখ নাঈম কাসেমের (বামে) সঙ্গে প্রেসিডেন্ট রায়িসির বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নতুন প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও তাকফিরি সন্ত্রাসীদেরকে মোকাবেলার ক্ষেত্রে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হচ্ছে অন্য দেশগুলোর জন্য কার্যকর ও সফল মডেল। এই সংগঠন গোপন ও প্রকাশ্য ষড়যন্ত্র মোকাবেলায় নিজেদের কার্যকারিতা সফলভাবে প্রমাণ করেছে।

গতকাল (শুক্রবার) ইরানের রাজধানী তেহরানে হিজবুল্লাহ উপমহাসচিব শেখ নাঈম কাসেমের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট রায়িসি। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার তেহরান পৌঁছান শেখ নাঈম কাসেম।

ইরানি প্রেসিডেন্ট বলেন, শত্রুদের মোকাবেলার ক্ষেত্রে বিভিন্ন দেশের জনগণের হৃদয়ে আশা জাগিয়েছে হিজবুল্লাহ। এজন্য প্রতিরোধের এই মডেল যাতে ছড়িয়ে না পড়ে তা ঠেকানোর জন্য সম্ভাব্য সব উপায়ে চেষ্টা করছে শত্রুরা। এর অংশ হিসেবে প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থনদাতা অনেক গণমাধ্যম বন্ধ করা হয়েছে।

ইসরাইলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা

গত জুন মাসে মার্কিন বিচার মন্ত্রণালয় ইরানের ইসলামিক রেডিও অ্যান্ড টেলিভিশন ইউনিয়নের ৩৩টি ওয়েবসাইট এবং ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী সংগঠন কাতাইব হিযবুল্লাহর তিনটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। মার্কিন বিচার মন্ত্রণালয় বলেছে, এসব ওয়েবসাইট মার্কিন ডোমেইন ব্যবহার করছিল যা আমেরিকার দেয়া নিষেধাজ্ঞার লঙ্ঘন।

প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে বৈঠকে হিজবুল্লাহর উপমহাসচিব নাঈম কাসেম বলেন, হিজবুল্লাহ হচ্ছে একমাত্র সংগঠন যারা ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন এবং ষড়যন্ত্রের মুখে লেবাননের জনগণের ঐক্য ও সংহতি ধরে রেখেছে। বৈঠকে শেখ নাঈম কাসেম হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শুভেচ্ছা এবং অভিনন্দন পৌঁছে দেন প্রেসিডেন্ট রায়িসিকে।

গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত সেবা ফার্মে ইসরাইলি সামরিক ঘাঁটির কাছে অন্তত ২০টি রকেট ছোঁড়ে। এই হামলার কয়েক ঘন্টা পর প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির সঙ্গে শেখ নাঈম কাসেম বৈঠক করেন।#

পার্সটুডে/এসআইবি/৭