আফগানিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i95874-আফগানিস্তান_পরিস্থিতি_নিয়ে_উদ্বেগ_প্রকাশ_করল_ইরান
আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে যুদ্ধ ও সহিংসতা থেকে আফগানিস্তানের বেসামরিক ও নিরস্ত্র নাগরিকদের প্রাণ বাঁচানোর পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৩, ২০২১ ১৬:৩৬ Asia/Dhaka
  • আফগানিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল ইরান

আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে যুদ্ধ ও সহিংসতা থেকে আফগানিস্তানের বেসামরিক ও নিরস্ত্র নাগরিকদের প্রাণ বাঁচানোর পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আজ (শুক্রবার) তালেবানের হাতে ইরান সীমান্তের কাছে অবস্থিত হেরাত শহরের পতন সম্পর্কে বলেন, যেকোনো স্থানের কূটনীতিক মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা রক্ষাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হেরাতের ইরানি কনস্যুলেটের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং সেখানকার কূটনীতিক ও কনস্যুলেট কর্মীদের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। 

গতকাল (বৃহস্পতিবার) বিকেলে হেরাত শহর দখল করে তালেবান। বেশ কিছুদিন ধরে আফগান সেনাবাহিনী ও গণবাহিনী শহরটির পতন ঠেকাতে যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।