‘প্রিয়জন অনুষ্ঠানে সাক্ষাৎকার আমার মনের গভীরে অনন্য অনুভূতি জাগিয়ে তোলে’
https://parstoday.ir/bn/news/iran-i96398-প্রিয়জন_অনুষ্ঠানে_সাক্ষাৎকার_আমার_মনের_গভীরে_অনন্য_অনুভূতি_জাগিয়ে_তোলে’
প্রিয় মহোদয়, রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলী ও শ্রোতাবৃন্দকে আমার অন্তরের ভালোবাসা ও প্রীতিময় শুভেচ্ছা জানাই। আশা করি সকলে সুস্থ শরীরে দিনযাপন করছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২৫, ২০২১ ১৪:১৮ Asia/Dhaka
  • ‘প্রিয়জন অনুষ্ঠানে সাক্ষাৎকার আমার মনের গভীরে অনন্য অনুভূতি জাগিয়ে তোলে’

প্রিয় মহোদয়, রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলী ও শ্রোতাবৃন্দকে আমার অন্তরের ভালোবাসা ও প্রীতিময় শুভেচ্ছা জানাই। আশা করি সকলে সুস্থ শরীরে দিনযাপন করছেন।

গত ২৩ আগস্ট সান্ধ্য অধিবেশনে প্রচারিত 'প্রিয়জন' অনুষ্ঠানটি আমার কাছে ভীষণ আকর্ষণীয় ছিল। গাজী আব্দুর রশিদ, আকতার জাহান ও আশরাফুর রহমানের সম্মিলিত পরিবেশনায় অনুষ্ঠানটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ভারত ও বাংলাদেশের বেশ কয়েকজন শ্রোতার পাঠানো চিঠি পড়া হয় এদিনের অনুষ্ঠানে। আসামের শ্রোতাবন্ধু আব্দুস সালাম সিদ্দিকের রেডিও তেহরানকে নিয়ে লেখা একটি কবিতাও এদিন পঠিত হয়।

এ দিনের অনুষ্ঠানে আমার সাক্ষাৎকার প্রচারিত হয়। 'প্রিয়জন' ম্যাসেঞ্জার গ্রুপে আগেই তা জানিয়ে দেন স্বয়ং প্রযোজক আশরাফুর রহমান। তাই প্রস্তুতিটা ছিল অন্যরকমের। জীবনে প্রথম কোনো আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত হবে আমার সাক্ষাৎকার। বিভিন্ন দেশের দূরদূরান্তের শ্রোতারা শুনবেন তা। এ এক অনন্য অনুভূতি জাগিয়ে তোলে মনের গভীরে। তাই সেদিন সকাল থেকেই আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের সকলকে ফোন করে জানিয়ে দিই এই সুখবরটা। সকলকে বলি আজ রাত ভারতীয় সময় ৮ টা বাজলে ফেসবুক লাইভে সরাসরি পরিবেশিত হবে এই অনুষ্ঠান। সকলে শুনে ভীষণ খুশি হন এবং শোনার আগ্রহ প্রকাশ করেন। আমি নিজেও পরিবারের সকলকে নিয়ে যথাসময়ে বসে যাই অনুষ্ঠান শুনতে।

সাক্ষাৎকার পর্বটি প্রচার হওয়ার পর থেকেই একের পর এক পরিচিত মানুষজন ফোন করে বা বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানাতে থাকেন। এরই সঙ্গে ফেসবুক ও ম্যাসেঞ্জার গ্রুপেও অনেক শ্রোতাবন্ধু আমার সাক্ষাৎকারটি সম্পর্কে তাদের ভালোলাগার বিষয়টি ব্যক্ত করেন। নিজের ভালোলাগার কথা জানিয়ে বার্তা প্রেরণ করেন প্রযোজক আশরাফুর রহমানও। সকলের শুভেচ্ছায় আমি অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বসিত ও রোমাঞ্চিত। সকলের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। 

বেশ কয়েক বছরের বিরতির পর আবার রেডিও তেহরান শোনা শুরু করেছি। অনুষ্ঠানগুলো মনে দাগ কেটে চলেছে। বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে মতামত প্রকাশ করে কিছু মেইল করা শুরু করেছি। ঠিক এমন সময় রেডিও তেহরান এগিয়ে এল এই সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে। আসলে রেডিও তেহরানের বাংলা বিভাগ এইভাবেই তার শ্রোতাদের স্বাগত জানিয়ে এক আত্মিক বন্ধন গড়ে তোলে। 'প্রিয়জন' অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতারাও এই সম্পর্ককে অটুট রাখতে সক্ষম হয়। 'প্রিয়জন' অনুষ্ঠানের মাধ্যমে রেডিও তেহরান শ্রোতাদের সঙ্গে যে অনুষঙ্গ গড়ে তুলতে সক্ষম হয়েছে তার জন্য প্রযোজক আশরাফুর রহমানকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।

 

ভাস্কর পাল

মহেন্দ্রনগর অগ্রগামী ক্লাব

পোস্টঃ নাটাগড় (সোদপুর), জেলা: উত্তর ২৪ পরগণা,

পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।