খুজেস্তানে রাইসির প্রথম প্রাদেশিক ঝটিকা সফর
https://parstoday.ir/bn/news/iran-i96512-খুজেস্তানে_রাইসির_প্রথম_প্রাদেশিক_ঝটিকা_সফর
আজ (শুক্রবার ২৭ আগস্ট) পূর্ব ঘোষণা ছাড়াই ইরানের খুজেস্তান প্রদেশে ঝটিকা সফর করেন। যদিও এটা রাইসির প্রথম প্রাদেশিক সফর।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৭, ২০২১ ১৯:০১ Asia/Dhaka

আজ (শুক্রবার ২৭ আগস্ট) পূর্ব ঘোষণা ছাড়াই ইরানের খুজেস্তান প্রদেশে ঝটিকা সফর করেন। যদিও এটা রাইসির প্রথম প্রাদেশিক সফর।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেন, আমরা খুজেস্তানের বিপ্লবী মানুষের সাথে আছি এবং খুজেস্তানের সমস্যা সমাধানে সর্বশক্তি দিয়ে কাজ করে যাব। খুজেস্তানে সফরের প্রথমেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আহওয়াজ পৌর স্যুয়ারেজ প্রকল্প পরিদর্শন করেন। এরপর তিনি আহওয়াজ রাজি হাসপাতালের করোনা রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেন।#

পার্সটুডে/ আবুসাঈদ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।