শ্রোতাদের মতামত
‘প্রিয়জনের জন্য ব্যাকুল হৃদয় আকুলতায় প্রহর গোনে’
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। জীবনের সুতোয় হঠাৎ টান লাগল। স্মৃতির সোনালী কাব্যের ডায়েরির পাতা উল্টোতেই মনে ভেসে উঠল প্রিয়জন-এর কথা। যেখানে আমার ভালোবাসা আর সুখের পাল তোলা কেয়া পাতার নৌকা ভেসে চলে হৃদয়ের নদীতে।
সুখের আনন্দ স্রোতে ভাসি আমি যে নৌকার মাঝির বৈঠার তালের ছন্দ নুপুরের ঝংকারে! ছন্দময় তটিনীর মতো নাসির মাহমুদ ভাইয়া ও আকতার জাহান আপুর উপস্থাপনা আর প্রিয় ব্যক্তিত্ব ও দুই বাংলার শ্রোতাপ্রিয় ভালোবাসার মানুষ জনাব আশরাফুর রহমানের অমৃত কণ্ঠের বাণী ও হাদিসের কথা দিয়ে সাজানো প্রিয়জন শুধু ভালোই লাগে। বারবার শুনতে মন চায়।
অনুষ্ঠানের মাঝামাঝি শ্রোতাদের সাক্ষাৎকার এবং শেষের দিকে জনপ্রিয় বিশুদ্ধ ও পরিশীলিত গান বা ইসলামিক গান মনকে ভরিয়ে দেয়। তাইতো শত ব্যস্ততায় প্রিয়জনের জন্য ব্যাকুল হৃদয় আকুলতায় প্রহর গোনে- কবে আসবে তুমি আমার প্রিয়জন!
বিনীত,
হারুন অর রশীদ
সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব
গ্রাম : পূর্ব নলছিয়া, পো : বিনোদটঙ্গী
থানা : মাদারগঞ্জ, জেলা : জামালপুর-২০১০
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।