ভ্রাতৃঘাতী সংঘাত থেকে বিরত থাকুন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i96852-ভ্রাতৃঘাতী_সংঘাত_থেকে_বিরত_থাকুন_পররাষ্ট্র_মন্ত্রণালয়ের_মুখপাত্র
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে ‘ভ্রাতৃঘাতী সংঘাত’ পরিহার করার জন্য আফগানিস্তানের সংঘর্ষরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে যখন সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তালেবানের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে তখন এ আহ্বান জানালেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২১ ০৭:০৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে ‘ভ্রাতৃঘাতী সংঘাত’ পরিহার করার জন্য আফগানিস্তানের সংঘর্ষরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে যখন সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তালেবানের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে তখন এ আহ্বান জানালেন তিনি।

সাঈদ খাতিবজাদে সংঘর্ষ ও রক্তপাত এড়িয়ে আলোচনার মাধ্যমে উভয়পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি সমাধান বের করার আহ্বান জানান।

তিনি বলেন, আফগানিস্তানের সবগুলো পক্ষের সঙ্গে ইরান যোগাযোগ রক্ষা করছে এবং দেশটির জনগণের দুর্দশা লাঘবের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। খাতিবজাদে বলেন, ইরান মনে করে বিদেশি হস্তক্ষেপ ছাড়া আফগান পক্ষগুলোর মধ্যে আলোচনা ও সংলাপের মাধ্যমেই কেবল দেশটিতে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে পারে।

তালেবানের হাতে পাঞ্জশিরের পতন ঠেকাতে প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান (বৃহস্পতিবারের ছবি)

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কয়েক দশক ধরে যুদ্ধ ও সংঘর্ষে ক্লান্ত হয়ে পড়েছে আফগানিস্তানের জনগণ।তাদের পক্ষে আর নতুন করে সংঘাতের ধকল সহ্য করা সম্ভব নয়।কাজেই সব পক্ষের উচিত ভ্রাতৃঘাতী ও রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করা।

আফগানিস্তানে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধিতা করে সাঈদ খাতিবজাদে বলেন, আফগানিস্তানের জনগণ তাদের দেশে এমন একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের যোগ্যতা রাখে যেখানে সকল জনগোষ্ঠী ও গোত্রের প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হয়। ইরান বিগত ৪০ বছরের মতো এখনও আফগান জনগণের পাশে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।