আটলান্টিক মহাসাগরে ইরানি নৌবহরের অভিযান চলেছে ৪ মাস ধরে: জেনারেল মুসাভি
https://parstoday.ir/bn/news/iran-i97300-আটলান্টিক_মহাসাগরে_ইরানি_নৌবহরের_অভিযান_চলেছে_৪_মাস_ধরে_জেনারেল_মুসাভি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, আটলান্টিক মহাসাগরে ৭৫ তম নৌবহরের অভিযান নানা কারণে তাৎপর্যপূর্ণ। এর একটি হলো এই নৌবহর কোনো বন্দরের সেবা নেয়নি এবং কেবলি নিজেদের ওপর নির্ভরশীল ছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২১ ২১:১২ Asia/Dhaka
  • মুসাভি
    মুসাভি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, আটলান্টিক মহাসাগরে ৭৫ তম নৌবহরের অভিযান নানা কারণে তাৎপর্যপূর্ণ। এর একটি হলো এই নৌবহর কোনো বন্দরের সেবা নেয়নি এবং কেবলি নিজেদের ওপর নির্ভরশীল ছিল।

তিনি আজ (রোববার) ৭৫ তম নৌবহরকে স্বাগত জানানোর অনুষ্ঠানে এ কথা বলেন।

মুসাভি আরও বলেন, এই নৌবহর চার মাস ধরে অভিযানে ছিল। শত্রুদের নানা মনস্তাত্ত্বিক যুদ্ধের মধ্যেই এই অভিযান পরিচালিত হয়েছে। এসব সত্ত্বেও নৌবহরটি উত্তর আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে সক্ষম হয়েছে।

এর মধ্যদিয়ে শত্রুরা দীর্ঘ সময়ের জন্য তথ্যগত দিক থেকেও শত্রুদের পরাজিত করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।

ইরানের ৭৫ তম নৌবহর আন্তর্জাতিক পানিসীমায় ৪৪ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে। নৌবহরটি এ সময় আফ্রিকার পশ্চিম উপকূল এবং বাল্টিক মহাসাগর অতিক্রম করে।#    

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।