দিন-রাত ২৪ ঘণ্টা টিকা দিচ্ছে ইরানের করোনা প্রতিরোধ কমিটি
সেপ্টেম্বর ১৪, ২০২১ ১৮:৩৯ Asia/Dhaka
ইরানের করোনা প্রতিরোধ কমিটি দিন-রাত ২৪ ঘণ্টা টিকা দিয়ে যাচ্ছে। ইরানের অধিকাংশ টিকা কেন্দ্রগুলো এখন টিকা দান করা নিয়ে ব্যস্ত সময় পার করছে। এর মধ্যে কিছু কিছু টিকা কেন্দ্র আছে যে কেন্দ্রগুলো দিন-রাত ২৪ ঘণ্টাই টিকা দেয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
দিন-রাত টিকা দেয়ার কার্যক্রম পরিচালনা করার একটি কেন্দ্র হলো সারোল্লাহ হোসেনিয়া। যা ইরানের বৃহত্তম করোনা টিকা কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। #
পার্সটুডে/আবুসাঈদ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।