মৃত্যু ও শনাক্ত কমছে
ইরানে করোনায় ২৮০ জনের মৃত্যু, ভ্যাক্সিন নিলেন ৫ কোটি মানুষ
ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২৮০ জন মারা গেছেন। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ১৯ হাজার ৯২ জনে। এছাড়া ইরানে এ পর্যন্ত চার কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ৫০৪ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ইরানে আরও ১০ হাজার ৮৪৩ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬৭ জন। সৌভাগ্যক্রমে এ পর্যন্ত ৪৯ লাখ ২০ হাজার জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ইরানে এ পর্যন্ত ৫৫ লাখ ১৯ হাজার ৭২৮ জন ব্যক্তি করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে বলেও জানান তিনি।
২০১৯ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে চীনের উহান প্রদেশ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে এবং সারা বিশ্ব এ ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত।
এ পর্যন্ত সারা বিশ্বে প্রায় ২১ কোটি ৯০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৫ লাখ ৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। #
পার্সটুডেবাবুল আখতার/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।