আঞ্চলিক ইস্যুতে তেহরান-মস্কো আলোচনা
ইউরেশিয়া ইকোনমিক ইউনিয়নে ইরানের স্থায়ী সদস্য হওয়ার প্রক্রিয়া শুরু
-
আনুষ্ঠানিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা
আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আন্তরিকতাপূর্ণ আলোচনা করেছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান মস্কো শহরে গিয়ে এই আলোচনা করেন।
আনুষ্ঠানিক আলোচনার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল (বুধবার) জানান, ইউরেশিয়া ইকোনমিক ইউনিয়নে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী সদস্য পদ লাভের প্রক্রিয়া শুরু হয়েছে। ল্যাভরভ বলেন, সাংহাই সহযোগিতা সংস্থার স্থায়ী সদস্য হওয়ার বিষয়টি ছিল তেহরানের জন্য ইতিবাচক ঘটনা, এখন ইউরেশিয়া ইকোনমিক ইউনিয়নে তেহরানের স্থায়ী সদস্যপদ লাভের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইরান অস্থায়ী সদস্য হিসেবে ইউরেশিয়া ইকোনমিক ইউনিয়নে কাজ করছে, এখন স্থায়ী সদস্য পদের বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ও রাশিয়ার মধ্যে শতকরা ৪২ ভাগ বাণিজ্য বেড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ল্যাভরভ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট সংকট সমাধান করতে হবে জাতিসংঘে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব অনুসারে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, আনুষ্ঠানিক বৈঠকের সময় দুপক্ষ একমত হয়েছে যে, দু দেশের প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/এসআইবি/৭