'শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলায় শিয়া-সুন্নি ঐক্য জোরদার করতে হবে' 
https://parstoday.ir/bn/news/iran-i98682-'শত্রুদের_ষড়যন্ত্র_মোকাবেলায়_শিয়া_সুন্নি_ঐক্য_জোরদার_করতে_হবে'
আফগানিস্তানের কান্দাহারে একটি শিয়া মসজিদে ঘৃণ্য বোমা হামলার নিন্দা জানিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, এ ধরনের মানবতাবিরোধী ষড়যন্ত্র শিয়া-সুন্নি সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ১৬, ২০২১ ০৭:৪৮ Asia/Dhaka
  • 'শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলায় শিয়া-সুন্নি ঐক্য জোরদার করতে হবে' 

আফগানিস্তানের কান্দাহারে একটি শিয়া মসজিদে ঘৃণ্য বোমা হামলার নিন্দা জানিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, এ ধরনের মানবতাবিরোধী ষড়যন্ত্র শিয়া-সুন্নি সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুসলিম-বিরোধী তৎপরতা নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসলামের নামে যে চরমপন্থা ও সহিংসতা চালানো হচ্ছে তা এড়াতে মুসলমানদের মধ্যে ঐক্য এবং সমন্বয় জোরদার করতে হবে। এ হামলার মধ্যদিয়ে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের ধর্মীয় কেন্দ্রগুলো রক্ষার জন্য পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা আবারো ফুটে উঠেছে।  

গতকাল (শুক্রবার) জুমা নামাজের সময় কান্দাহারের বিবি ফাতিমা মসজিদে ভয়াব্‌হ বোমার বিস্ফোরণ ঘটে। এতে ৬০ জন মুসল্লি নিহত ও বহু আহত হয়েছেন। বহুদিনের মধ্যে এটি ছিল কান্দাহার শহরের অন্যতম বড় বিস্ফোরণ।

কান্দাহারের বিবি ফাতিমা মসজিদে বিস্ফোরণের পরের দৃশ্য

বর্বরোচিত এই হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসীগোষ্ঠী আইএস বা দায়েশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন সন্ত্রাসীর মধ্যে একজন মসজিদের প্রবেশ পথে আত্মঘাতী বোমা হামলা চালায়। অন্য দুই সন্ত্রাসী মসজিদের ভেতরে বোমার বিস্ফোরণ ঘটায়

এর আগে, গত সপ্তাহে কুন্দুজ শহরের খানাবাদ এলাকার একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। ওই হামলায় ১৫০ জনের বেশি মুসল্লি নিহত হন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

অনেকেই মনে করেন, দায়েশ সন্ত্রাসীদের ব্যবহার করে আমেরিকা এসব বোমা হামলার ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। আফগানিস্তানের তালেবান সরকারকে অস্থিতিশীল করার জন্য এই তৎপরতা চালানো হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/এআর১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।