সুদানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইরান: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i99352-সুদানের_পরিস্থিতি_গভীরভাবে_পর্যবেক্ষণ_করছে_ইরান_মুখপাত্র
সুদানের চলমান সন্দেহজনক পরিস্থিতি গণতন্ত্রের পথে দেশটির উন্নয়নে সাহায্য করবে না বলে মন্তব্য করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ মন্তব্য করে বলেছেন, সুদানের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩১, ২০২১ ০৮:১৩ Asia/Dhaka
  • সুদানে গত সপ্তাহে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে বেশ কয়েকজন নিহত হয়
    সুদানে গত সপ্তাহে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে বেশ কয়েকজন নিহত হয়

সুদানের চলমান সন্দেহজনক পরিস্থিতি গণতন্ত্রের পথে দেশটির উন্নয়নে সাহায্য করবে না বলে মন্তব্য করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ মন্তব্য করে বলেছেন, সুদানের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

তিনি বলেন, অগণতান্ত্রিক পন্থায় সুদান সরকারের একটি অংশকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার ঘটনায় দেশটির জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়েছে। এ ঘটনায় জনগণ আশাহত হয়েছে বলেও খাতিবজাদে মন্তব্য করেন।

সুদানের চলমান ঘটনাবলীতে বিদেশি হস্তক্ষেপের বিষয়টি স্পষ্টভাবে চোখে পড়েছে বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, এ ঘটনায় ইহুদিবাদী ইসরাইল নিজের খুশির বিষয়েটি ঢেকে রাখতে পারেনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

সুদানের গভর্নিং কাউন্সিলকে দেশটিতে বিদেশি হস্তক্ষেপের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমস্যা সমাধানের একমাত্র উপায় সুদানের সকল দল ও পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে একটি আপোষ-রফায় পৌঁছানো।

সুদানে সামরিক অভ্যুত্থানের সাত দিন পর এখনও দেশটির পরিস্থিতি উত্তেজনাকর রয়েছে। গত সোমবার সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল-বোরহানের নেতৃত্বে সুদানে সেনা অভ্যুত্থান হয়। এর প্রতিবাদে সুদানের জনগণ রাজপথে বিক্ষোভ দেখালে সেনাবাহিনীর গুলিতে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হন। সুদানের ক্ষমতা পরিপূর্ণভাবে বেসামরিক প্রশাসনের হাতে ছেড়ে দেওয়ার চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার ঠিক একমাস আগে এই সামরিক অভ্যুত্থান ঘটানো হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।