চলতি মাসেই নয়াদিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i99448-চলতি_মাসেই_নয়াদিল্লি_সফরে_যাচ্ছেন_পররাষ্ট্রমন্ত্রী_আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান চলতি মাসে ভারত সফরে যাচ্ছেন। নভেম্বর মাসের শেষদিকে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় দু’দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০২, ২০২১ ০৮:১৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান চলতি মাসে ভারত সফরে যাচ্ছেন। নভেম্বর মাসের শেষদিকে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় দু’দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি।

নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চাগানি এ খবর জানিয়ে বলেছেন, আব্দুল্লাহিয়ানের আসন্ন ভারত সফরের কর্মসূচি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নয়া অধ্যায়ের সূচনার ইঙ্গিত বহন করছে। ভারতের সঙ্গে সহযোগিতা ও সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে ইরান কোনো সীমারেখা মেনে চলবে না বলেও তিনি মন্তব্য করেন।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চবাহার বন্দরের উন্নয়নে ভারতের অংশগ্রহণ প্রসঙ্গে ইরানি রাষ্ট্রদূত বলেন, ভারত চবাহার বন্দরকে আফগানিস্তান, মধ্য এশিয়া ও পূর্ব ইউরোপে প্রবেশের ‘সোনালী দ্বার’ বলে দাবি করে আসলেও বন্দরটির উন্নয়নে ভারতের পক্ষ থেকে ‘যথেষ্ট পদক্ষেপ’ নিতে দেখা যাচ্ছে না।

নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চাগানি

চবাহার বন্দরের একটি অংশের উন্নয়নের জন্য ভারত ইরানের সঙ্গে চুক্তি সই করেছে। ভারত এই বন্দর ব্যবহার করে ইরানকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে মধ্য এশিয়ার দেশগুলোতে পণ্য রপ্তানি করতে চায়।

চাগানি বলেন, কাগজে-কলমে আমেরিকা এখনও চবাহার বন্দরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি। কিন্তু যেকোনো সময় এই বন্দরও নিষেধাজ্ঞার আওতায় চলে আসতে পারে ভেবে ভারত শঙ্কিত। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের আসন্ন ভারত সফরে এ সংক্রান্ত অচলাবস্থার অবসান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।