ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার বার্তা
বাইডেনকে প্রমাণ করতে হবে তার স্বাক্ষরের গ্রহণযোগ্যতা আছে
-
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ইরান বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রমাণ করতে হবে যে, তার স্বাক্ষরের গ্রহণযোগ্যতা আছে এবং যে কেউ তার সই করা চুক্তি বাতিল করতে পারে না। বাইডেন সরকার ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার পর পরবর্তী মার্কিন প্রশাসন এই সমঝোতা থেকে আবার বেরিয়ে গেলে বর্তমান প্রশাসনের কিছু করার থাকবে না বলে বাইডেন যে দাবি করে আসছেন তার জবাবে তেহরান এ মন্তব্য করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (মঙ্গলবার) সকালে এক টুইটার বার্তায় লিখেছেন, আন্তর্জাতিক সমাজ বিশেষ করে পরমাণু সমঝোতার সবগুলো পক্ষকে একথা বোঝানো এখন জো বাইডেনের দায়িত্ব যে, তার স্বাক্ষরের সত্যিই গুরুত্ব রয়েছে। তিনি লিখেছেন, এজন্য বাইডেনকে বাস্তব গ্যারান্টি দিতে হবে এবং তার চেয়ে কম কোনো কিছু কেউ মেনে নেবে না।

মার্কিন রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের এ সংক্রান্ত এক টুইটারের জবাব দিতে গিয়ে খাতিবজাদে আরো লিখেছেন, টেড ক্রুজ যা বলেছেন গোটা বিশ্ব সে সম্পর্কে অবহিত এবং সেটি হচ্ছে, ওয়াশিংটনে যে ব্যক্তিই ক্ষমতায় আসে সে স্বেচ্ছাচারী হয়ে যায় এবং কোনো আইন তাকে আটকাতে পারে না।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এতদিন বলে আসছিলেন যে, পরবর্তী মার্কিন প্রশাসন যে আবার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না তার গ্যারান্টি দেওয়া তার পক্ষে সম্ভব নয়। কিন্তু একথা বলে ইরানকে ভিয়েনা সংলাপে ফিরতে উব্দুদ্ধ করতে না পেরে বাইডেন গত রোববার রোমে জি২০ শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে ঘোষণা করেন, পরবর্তী মার্কিন প্রশাসন পরমাণু সমঝোতা থেকে যাতে আবার বেরিয়ে না যায় সে গ্যারান্টি তিনি দেবেন।

তার ওই বক্তব্য প্রত্যাখ্যান করে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ সোমবার এক টুইটার বার্তায় লিখেছেন, আইনগতভাবে বাইডেনের পক্ষে এ ধরনের গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। ক্রুজ অত্যন্ত ধৃষ্টতার সঙ্গে বলেন, “ইরানের সঙ্গে যে চুক্তিই হোক না কেন তা সিনেটে পাস না হলে পরবর্তী রিপাবলিকান প্রেসিডেন্ট তা ছিঁড়ে ফেলবেন।”
আমেরিকার প্রেসিডেন্টরা যে কোনো আন্তর্জাতিক চুক্তি মেনে চলে না এবং তারা যে স্বেচ্ছাচারী ও বৈরী সেকথা স্বীকার করার জন্য টেড ক্রুজকে ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।#
পার্সটুডে/এমএমআই/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।