ইরানের হরমুজগানের আকর্ষণীয় লবণের গুহা ‘খেরসিন’
https://parstoday.ir/bn/news/iran-i99516-ইরানের_হরমুজগানের_আকর্ষণীয়_লবণের_গুহা_খেরসিন’
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে হাতেগোনা কয়েকটি অক্ষত লবণের গুহা রয়েছে, যার অন্যতম খেরসিন। গুহাটি হরমুজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ৮০ কিলোমিটার দূরে সিয়াহোতে অবস্থিত। এটি পিচ্ছিল লবণ পাথর দিয়ে তৈরি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ০৩, ২০২১ ১২:৩৯ Asia/Dhaka
  • খেরসিন লবণ গুহা
    খেরসিন লবণ গুহা

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে হাতেগোনা কয়েকটি অক্ষত লবণের গুহা রয়েছে, যার অন্যতম খেরসিন। গুহাটি হরমুজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ৮০ কিলোমিটার দূরে সিয়াহোতে অবস্থিত। এটি পিচ্ছিল লবণ পাথর দিয়ে তৈরি।

খেরসিন লবণ গুহা

গুহার ভেতর দিয়ে হেঁটে চলার সময় অত্যন্ত সাবধানতার সাথে পা বাড়াতে হয়। গুহার প্রবেশপথ তিন মিটার উঁচু ও ৪ মিটার চওড়া। আকর্ষণীয় গুহাটির দৈর্ঘ্য ১৭৮ মিটার।

ভেতরে সোজা একটি করিডোর রয়েছে। গুহার নিচের অংশটি ১৭০ মিটার দূরে গিয়ে শেষ হয়েছে। আশেপাশে কোনো শাখা-প্রশাখা না থাকায় পথ হারানোর কোনো ভয় নেই দর্শনার্থীদের। এটি গুহার একটি ইতিচাক দিক।

হরমুজগান প্রদেশের উত্তরে অবস্থিত খেরসিন গ্রামে গ্রীষ্মে শুষ্ক আবহাওয়া এবং শীতকালে হালকা পাহাড়ি আবহাওয়া বিরাজ করে। লবণের গুহাটি জাতীয় প্রাকৃতিক ল্যান্ডমার্ক হিসেবে বিবেচিত হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩