'ইরান ভ্রমণ : সত্যিই একটি অসাধারণ অনুষ্ঠান'
https://parstoday.ir/bn/news/iran-i99738-'ইরান_ভ্রমণ_সত্যিই_একটি_অসাধারণ_অনুষ্ঠান'
জনাব, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের একঝাঁক সদাজাগ্রত  নিবেদিতপ্রাণ কর্মকর্তা ও একঝাঁক বেতারপ্রিয় শ্রোতাকে অগণিত শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের লেখা।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ০৮, ২০২১ ১৮:১৭ Asia/Dhaka
  • 'ইরান ভ্রমণ : সত্যিই একটি অসাধারণ অনুষ্ঠান'

জনাব, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের একঝাঁক সদাজাগ্রত  নিবেদিতপ্রাণ কর্মকর্তা ও একঝাঁক বেতারপ্রিয় শ্রোতাকে অগণিত শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের লেখা।

গত ৬ নভেম্বর তারিখে রেডিও তেহরান থেকে প্রচারিত ইরানের ট্রাভেল এন্ড ট্যুরিজম বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান 'ইরান ভ্রমণ'-এ ইরানের সেমনান প্রদেশের কিছু দর্শনীয় স্থান, প্রাচীন ঐতিহ্য, স্থাপনার কথা যেনে ভীষণভাবে আনন্দিত ও অভিভূত হলাম।

অনুষ্ঠানে ইরানের সেমনান প্রদেশের আবহাওয়াগত বৈশিষ্ট্য সবুজ সংরক্ষিত বনাঞ্চল, তৈমুর ও শালজুক শাসনামলের অগ্নিমণ্ডপের উপর নির্মিত প্রাচীন মসজিদ, ৩২ মিটার উঁচু মিনার, হাম্মাম খানা ও সেই হাম্মামখানায় আধুনিক সকল সুযোগ সুবিধাসহ অসাধারণ স্থাপত্য শিল্পের কারুকার্য খচিত কর্মরাজি যা আজ জাতীয় ঐতিহ্য হিসেবে খ্যাত- সে সম্পর্কে অনেক তথ্য পেলাম।

‌‌‌‌‌‌অনুষ্ঠানে আরো জানতে পারলাম, মৃতশিল্পের অনেক নিদর্শন, প্রাচীন আমলের রাজা-বাদশাহ ব্যবহৃত ধুমপান সামগ্রী হুক্কা যা বর্তমান বিলুপ্ত প্রায়। এছাড়া, অনেক আকর্ষণীয়, দর্শনীয় প্রাচীন ঐতিহ্য, স্থাপনা, গোসলখানাসহ মনোমুগ্ধকর দৃশ্য যা নান্দনিক মনের খোরাক জোগায়। সেই সাথে সপ্তম শতকের ভ্রমণকারী ইয়াকুত হামারির সেমনান প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও অপরূপ নিদর্শন সম্পর্কে মূল্যবান মন্তব্য বেশ ভালো লাগল। অনুষ্ঠানটি থেকে ইরানের অনেক অজানা তথ্য জানতে পারলাম।

শেষ রেডিও তেহরান সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

        

ধন্যবাদান্তে, 

আব্দুস সালাম সিদ্দিক,

সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব

কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।