“সুলিভানের কি জানা নেই আমেরিকাই সমঝোতা থেকে বেরিয়ে গেছে?”
https://parstoday.ir/bn/news/iran-i99808
ইরান আবারও বলেছে, পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার উপায় স্পষ্ট। তাকে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি পরিহার করে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাতে হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ইরান বিরোধী বক্তব্যর জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ মন্তব্য করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ১০, ২০২১ ০৮:০৮ Asia/Dhaka
  • মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান
    মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান

ইরান আবারও বলেছে, পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার উপায় স্পষ্ট। তাকে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি পরিহার করে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাতে হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ইরান বিরোধী বক্তব্যর জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ মন্তব্য করেছেন।

তিনি মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় লিখেছেন, “জ্যাক সুলিভান দাবি করেছেন ইরান পরমাণু সমঝোতা ত্যাগ করেছে। কিন্তু তার কি জানা নেই যে, আমেরিকাই পরমাণু সমঝোতা ত্যাগ করেছে?”

খাতিবজাদে টুইটার বার্তায় আরো বলেন, “আমেরিকার ফিরে আসার পথ পরিষ্কার; তাকে বর্তমান অচলাবস্থার দায় নিতে হবে, সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পরিহার করতে হবে এবং এই প্রতিশ্রুতি দিতে হবে যে, সে আর কোনোদিন আন্তর্জাতিক আইনকে ঠাট্টার বস্তুতে পরিণত করবে না।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে ইরানের যে পরমাণু সমঝোতা সই হয় তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক আইনে পরিণত হয়। আমেরিকা ২০১৮ সালে ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে কার্যত আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, আমেরিকা পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ফিরতে প্রস্তুত, কিন্তু তেহরান এখন পর্যন্ত এই কাজ করতে নিজের আন্তরিকতা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে।তিনি দাবি করেন, ইরানকে পরমাণু সমঝোতায় নিজের দেওয়া প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।