ইরানের ড্রোন শত্রুদের চক্ষুশূল: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i99882-ইরানের_ড্রোন_শত্রুদের_চক্ষুশূল_আইআরজিসি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার আমির আলী হাজিজাদেহ বলেছেন, ইরানের  ড্রোন এখন শত্রুদের চক্ষুশূল। শত্রুদের বহু বছরের অস্ত্র নিষেধাজ্ঞায় কোনো কাজ হয়নি বলে তিনি জানান।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ১১, ২০২১ ১৯:৫২ Asia/Dhaka
  • ইরানি ড্রোন
    ইরানি ড্রোন

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার আমির আলী হাজিজাদেহ বলেছেন, ইরানের  ড্রোন এখন শত্রুদের চক্ষুশূল। শত্রুদের বহু বছরের অস্ত্র নিষেধাজ্ঞায় কোনো কাজ হয়নি বলে তিনি জানান।

ইরানের সামরিক কমান্ডার হাসান তেহরানি মুকাদ্দামের শাহাদাত বার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি আজ বৃহস্পতিবার এ কথা বলেন।

হাজিজাদেহ আরও বলেন, শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করতে চায়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সীমিত করতে চায়। এ পরিস্থিতি আমাদের শক্তি ও সক্ষমতারই প্রমাণ বহন করে। শত্রুরা এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

ইরানের বিরুদ্ধে ইসরাইলি হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ইসরাইলি হুমকির কোনো মূল্য নেই। তারা নিজেরাই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এ ধরণের কোনো অবৈধ রাষ্ট্র অন্যের বিষয়ে কথা বলার অধিকার রাখে না।

হাজিজাদেহ বলেন, ইহুদিবাদী ইসরাইলি নেতারা এটা ভালো করেই জানে যে তারা যুদ্ধ শুরু করতে পারলেও এর নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে এবং ইসরাইলের ধ্বংসই হবে যুদ্ধের চূড়ান্ত পরিণতি।

আইআরজিসি'র এই কমান্ডার আরও বলেন, ইসরাইল যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করে তাহলে দ্রুতই ইতিহাস থেকে মুছে যাবে তারা।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।