ইরানে চলতি বছর ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য যোগ্য ঘোষিত হয়েছেন ৫৬ হাজার নারী
(last modified Wed, 01 May 2024 09:03:07 GMT )
মে ০১, ২০২৪ ১৫:০৩ Asia/Dhaka
  • ইরানে চলতি বছর ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য যোগ্য ঘোষিত হয়েছেন ৫৬ হাজার নারী
    ইরানে চলতি বছর ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য যোগ্য ঘোষিত হয়েছেন ৫৬ হাজার নারী

ইরানে ৫৬ হাজারের বেশি নারী এ বছর পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। তারা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন।

ইরানের শিক্ষা মূল্যায়ন সংস্থা 'সানজেশ' এর জনসংযোগ বিভাগের মহাপরিচালক ড. আলিরেজা কারিমিয়ান বার্তা সংস্থা মেহের-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, চলতি ফার্সি বছর ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য যোগ্য প্রার্থী বাছাইয়ের পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৫১ হাজার ৬৪৩ জন। এর মধ্যে যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন এক লাখ ২৫ হাজার ১৭৫ জন।

নির্বাচিতদের মধ্যে ৬৮ হাজার ৭৬৫ জন পুরুষ রয়েছেন। আর নারীর সংখ্যা ৫৬ হাজার ৪০৯ জন।

যোগ্যদের মধ্যে ৮৮ হাজারের বেশি প্রার্থী এরিমধ্যে তাদের পছন্দের বিষয় নির্বাচন করেছেন বলে জানা গেছে।    #

পার্সটুডে/এসএ/১

·         বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।