শ্রোতাদের মতামত
'রেডিও তেহরানকে কোনোদিন ভুলিনি আর ভুলবও না'
আসসালামু আলাইকুম। সবাইকে খ্রিষ্টীয় নববর্ষ ২০২২-এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। রেডিও তেহরান মানে পারস্য উপসাগর তথা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের সঠিক খবর আমাদের কাছে তুলে ধরা এবং ইসলামি সংস্কৃতিকে অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে শ্রোতাদেরকে আকৃষ্ট করা। তাই রেডিও তেহরানকে আমি কোনোদিন ভুলিনি আর ভুলবও না।
গ্রাম-বাংলায় রেডিওর প্রভাব এখনও রয়েই গেছে। তার জ্বলন্ত উদাহরণ আমি যেখানে কর্মরত তার পাশের গ্রামে। গ্রামটির নাম নতুন গ্রাম। কাজের সুত্রে বহরমপুর যেতে হয় হামেশাই। রফিক চাচার চায়ের দোকানে রেডিও অন করাই থাকে। ৬০ বছর বয়সী চাচার দোকানে চা খেতে নেমে জিজ্ঞাসা করেছিলাম, রেডিও কতদিন ধরে শুনছেন? তিনি উত্তর দিলেন ১৯৭১ সাল থেকে শুনছি।
কথায় কথায় বললেন: আমি বহিঃবিশ্বের বাংলা অনুষ্ঠানও শুনতাম। তার মধ্যে রেডিও তেহরানের নামও বললেন। আমি জিজ্ঞাসা করলাম: এখন শোনেন না কেন? তিনি বললেন: আমার রেডিওতে আগে শুনতে পেতাম এখন শোনা যায় না। আমি বললাম: এখনও রেডিও তেহরানের অনুষ্ঠান হয়, আপনি চেষ্টা করে দেখবেন। তার পর থেকে এখন নিয়মিত অনুষ্ঠান শুনে থাকেন। কিন্তু চিঠি লিখেন না। তবে তিনি একটি কথাই বললেন, অনুষ্ঠান শুনতে খুবই কষ্ট হয়।
যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন।
জাকির হোসেন
সভাপতি, ভি. আর. এল. ক্লাব
নওপাড়া শিমুলিয়া বহরমপুর, মুর্শিদাবাদ,
পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।